রাহাত আব্দুল্লাহ
চলছিলো পরিবহণ ধর্মঘট।এরই মধ্য ৩০ সেপ্টেম্বর বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবের সাথে করতে মিরসরাই থেকে যেতে হবে ঢাকা স্পোর্টস গ্যালারিতে।খবরে ভেসে ওঠলো পরিবহণ ধর্মঘট সাময়িক ভাবে প্রত্যাহার করা হলো।শংকা কাটিয়ে৩০ সেপ্টেম্বর ভোর ৬ টায় ওঠে প্রস্তুতি নিয়ে চলে গেলাম মিরসরাই পৌর বাজার বাস কাউন্টারে।কিন্তু কোনো টিকেট নেই।তবুও হতাশ হয় নি কারণ সাকিব ভাইয়ের সাথে আমার দেখা দেখা করতেই হবে।আবার সেখান থেকে ছুটে গেলাম বারইয়ারহাট পৌর বাজারে।সেখানে ও প্রায় টিকেট শূণ্য।দীর্ঘ ৫ ঘন্টা পর টিকেট পেলাম তাও ইঞ্জিনের যে সিট আছে তার উপর বসে যেতে হবে।তবুও একটু স্বস্তি পেলাম অন্তত ঢাকা যেতে পারছি।১১.৩০ মিনিটে বাস যাত্রা শুরু ঢাকার উদ্দেশ্যে,যাত্রা বিরতি শেষে বিকেল ৫.৩০ মিনিটে গিয়ে নামলাম যুমনা ফিউচার পার্কের সামনে।সেখান থেকে রিক্সা করে সরাসরি স্পোর্টস গ্যালারি।তখন চোখে মুখে কেবলই আনন্দ।এর প্রায় দুই ঘন্টা পর দীর্ঘ প্রতিক্ষার অবসান,সব কষ্টের গ্লানি মুছে গেলো।দেখা পেলাম প্রিয় সাকিব ভাইয়ের।২ মিনিটের মতো সাকিব ভাইয়ের সাথে ফুটবল খেললাম এবং ১ টি গোল করলাম।সাকিব ভাই হ্যাট্রিক করলেন।গোল উৎসবে আমি ও নিজেকে অল্প সময়ের জন্য উজাড় করে দিলাম।তারপর ফোটসেশন,সেলফি চলতে থাকলো।কুশল বিনিময় হলো প্রিয় খেলোয়াড়ের সাথে।ভালোবাসার টানে পাড়ি জমিয়েছিলাম ঢাকায়।এই ভাবে বাঁহাতি এই বিশ্বসেরা খেলোয়াড় সাকিব আল হাসানের সাথে দেখা হওয়ার বর্ণনা সিভয়সেক জানিয়েছেন মিরসরাইয়ের শিহাব উদ্দিন শিবলু।উল্লেখ্য গত জুন মাসের ১২ তারিখ হাউয়াই কোম্পানির একটি মুঠোফোন কিনে সাকিবেন সাথে দেখা করার সুযোগ পায় মিরসরাইয়ের শিবলু।সে ফেনী সরকারি কলেজে এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র।পড়াশুনার পাশাপাশি সে মিরসরাইয়ের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা চলমান মিরসরাইয়ে নিজস্ব প্রতিনিধি হিসেবে কাজ করছে।