নিজস্ব প্রতিনিধি:
মিরসরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য বীরমুক্তি যোদ্ধা ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান কামাল উদ্দিন বালা দীর্ঘদিন যাবত প্যারালাইজড রোগে আক্রান্ত হলে তার পাশে দাঁড়ালেন মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম আমিরাত। উক্ত সংগঠনের পক্ষ থেকে তার ও পরিবারের পাশে দাঁড়িয়ে অার্থিক সহায়তা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম-আহ্ব্বায়ক গাজি নিজাম, যুগ্ম-আহ্ব্বায়ক দিদারুল আলম দিদার মিয়াজী, ৯নং ওয়ার্ড় বিএনপির সম্মানীত সভাপতি নুরু মেম্বার,, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি, সামসুল হুদা মেম্বার,সাধারন সম্পাদক মাসুকুল আলম সোহান মিরসরাই উপজেলা যুবদলের যুগ্ম-আহ্ব্বায়ক বেলাল,৪নং ধুম ইউনিয়ন ছাত্রদল নেতা মোজ্জাবেল, ৯নং ওয়ার্ড় যুবদলের সাবেক সাধারন সম্পাদক দিল মোহাম্মদ,, ছাত্রনেতা সজল,রিপন ছাড়াও মিরসরাই বিএনপি ও জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।