সোনাপাহাড় হাজ্বী এগ্রো কমপ্লেক্সে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে ২৯ হাজার মুরগী মারা গেছে

নিজস্ব প্রতিবেদক…
মিরসরাইয়ে ব্যাকটেরিয়া জনিত রোগ সিআরডিতে আক্রান্ত হয়ে ২৯ হাজার মুরগীর বাচ্ছা মারা গেছে। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৩০ লাখ টাকা। গত ১ সপ্তাহ ধরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অবস্থিত হাজ্বী এগ্রো কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। আরো প্রায় ৯ হাজার মুরগীর বাচ্চা আক্রান্ত রয়েছে।
হাজ্বী এগ্রো কমপ্লেক্সের সত্ত্বাধিকারী মুহাম্মদ মঈন উদ্দিন জানান, কিছুদিন পূর্বে আমার ৯টি শেডে ১২ হাজার ব্রয়লার, ১৫ হাজার সোনালী ও ১১ হাজার লেয়ার বাচ্চা তুলেছি। গত শনিবার থেকে মুরগীর বাচ্চাগুলো রোগ আক্রান্ত মনে হচ্ছে। এরপর বিভিন্ন প্রতিশেধক ঔষুধ প্রয়োগের পরও ৫-৬ দিনে প্রায় ২৯ হাজার বাচ্চা মারা যায়। আরো ৯ হাজার বাচ্চা আক্রান্ত রয়েছে। অনেক ধার-দেনা ও লোন নিয়ে ব্যবসা শুরু করেছি। আমার প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন কি করে আবার ব্যবসা দাঁড় করবো বুঝতে পারছিনা।

মিরসরাই পোলট্রি এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আলা উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যাকটেরিয়া জনিত রোগে মুরগীগুলো মারা গেছে। এছাড়া পাশ্ববর্তি এলাকার খুরশিদ পোলট্রি ফার্মের ৫৩০০ মুরগীর বাচ্চা রাণীক্ষেত রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

মিরসরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার জানান, মুরগীগুলো আক্রান্ত হওয়ার কয়েকদিন পর বিষয়টি আমাকে অবহিত করা হয়। খবর পেয়ে আমি দ্রুত হাজ্বী এগ্রো কমপ্লেক্সে ছুটে গিয়ে দেখি ৫০-৬০টি মুরগীর বাচ্চা মৃত পড়ে রয়েছে। শেডে আরো প্রায় ২ হাজার মুরগীর বাচ্চা রয়েছে। পরীক্ষা করে দেখলাম বাচ্চা গুলো ব্যাকটেরিয়া জনিত সিআরডিতে আক্রান্ত হয়ে মারা গেছে। এইটি ভাইরাস জনিত রোগ নয়। অন্য খামারীদের আতংকের কিছু নেই। তবে খুরশিদ পোলট্রি ফার্মে মুরগী মারা যাওয়ার বিষয়টি তিনি অবগত নন।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*