
নিউজ ডেস্ক..
সৌদি আরবে হৃদরোগে আক্তান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মো. আবু ছালেক এক প্রবাসী । তিনি চট্টগ্রামের মিরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়া এলাকার মিজি বাড়ীর মৃত এছাক মিয়ার পুত্র।
আবু ছালেকের সহকর্মীরা জানিয়েছেন, গত ১৭ডিসেম্বর রাতে সৌদি আরবের জেদ্দায় হৃদরোগে আক্তান্ত হলে কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু ছালেক মারা যান। জেদ্দার শরাফিয়া এলাকায় বসবাসকারী আবু ছালেক মিরসরাই এসোসিয়েশন, জেদ্দার উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন।