
নিজস্ব প্রিতিনিধি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল নাসরিন সুলতানা ইমার চিকিৎসার্থে এগিয়ে এসেছেন জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার ( ২ জুলাই) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইমাকে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং বাবার হাতে চিকিৎসার জন্য ২০ হাজার টাকার অনুদান তুলে সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া, সহ সভাপতি নুর হোসেন খোকন সহ-সভাপতি মোজাম্মেল হোসেন।
সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম বলেন, সবাই দোয়া করবেন মানবতার কল্যাণে অসহায় মানুষদের পাশে আমরা যেন সব সময় নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি।