
দুবাই প্রতিনিধি
স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত ৪ এপ্রিল শারজাস্থ ওমর আল খৈয়াম হোটেলের হলরুমে স্বাধীনতা উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহমদ আলী জাহাঙ্গীর।সংগঠনের সাধারণ সম্পাদক এম এ তাহের ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান।প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কলামিস্ট ড.মাসুম চৌধুরী।

সভায় বক্তারা বলেন “স্বাধীনতা বিরুধীদের চক্রান্ত এখনো চলছে, তাই সকলকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে স্বজাগ থাকতে হবে।মহান মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা শেখ মুজিবুর রহমানের হাত ধরেই স্বাধনীনতা ও মুক্তি পেয়েছে বাঙ্গালী জাতি।জাতীর এই অর্জন কে স্বমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী, এস এম নুরুল ইসলাম, আমির হোসেন, ইউসুফ মিয়া, নুরুল আবছার, আরশাদ হোসেন হিরু, নুর নবী রওশন, এস এ মুনির, হামিদ আলী, শাহীন টিটু, শেখ মুসলিম উদ্দিন মিলন, জিমন খান প্রমূখ।স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী রাসেল আহমদ।
পবিত্র কোরান তেলাওয়াত করেন হাফেজ শফিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অতিথিদের ফুল দিয়ে বরণ করেন রিয়াজ উদ্দিন মাসুদ,মোঃ সোহেল, ইদ্রিস চৌধুরী খোকন, মোঃ ইউছুফ,মোহাম্মদ দিদার ও শওকত আকবর।

উপস্থিত ছিলেন শাহাবুল আলম, কামাল উদ্দিন ভূঁইয়া, শাহ আলম ভুঁইয়া, মাহফুজ চৌধুরী, আব্দুল আজিজ, এনামুল হক চৌধুরী, জসিম উদ্দিন পলাশ, বাবু দিলিপ নাথা, আনোয়ারুল হক নিজামী, শরিফুল ইসলাম খোকন, ইমাম হোসেন সনেট, শাহেদুল আনোয়ার, জাহাঙ্গীর শাহ বাবুল, আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আলমগীর, নওশাদ চৌধুরী, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ এরফানুল হক, শেখ হুমায়ুন কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।