স্বাধীনতা মেলায় শামীম খাঁন যুবরাজের বইয়ের মোড়ক উন্মেচন

 

মুহাম্মদ ফিরোজ মাহমুদ…

মিরসরাইয়ে আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার মহান স্বাধীনতা মেলার ১৩তম দিনে মিরসরাইয়ের খ্যাতিমান তরুন ছড়াকার খবরিকা’র ‘সেরা ছড়াকার’ পদকপ্রাপ্ত সাহিত্য কবি শামীম খাঁন যুবরাজের “ধ্রুবনাথ কি তাহলে স্কুল ফাঁকি দিয়েছে” নামের একটি বইয়ের মোড়ক উন্মেচন করা হয়।

 

মোড়ক উন্মেচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা ইউসুফ।

 

মিরসরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রিজিয়া আক্তারের সভাপতিত্বে ও মিরসরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা ইসমত আরা পেন্সীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের শিশু বিষয়ক সম্পাদিকা রওশান আরা, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা এডভোকেট বসন্তী গোবাপালী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাঁউর রহমান, মিরসরাই উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন আক্তার কাকলী, চট্টগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানা সারমিন, বেগম রত্না, নিজামপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষ রকিব উদ্দিন, মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, মঘাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, কবি শামীম খান যুবরাজ, সাংবাদিক ফিরোজ মাহমুদ প্রমুখ।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে দিলারা ইউসুফ বলেন, “আমি বিশ্বাস করি বইটি পড়া শুরু  করলে পাঠক শেষ না করে উঠবেন না। ” এটি পাঠকদের মনে জায়গা করে নেবে বলে আশাবাদী তিনি। তিনি শামীম খাঁন যুবরাজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*