
মাদকের বিরুদ্ধে লড়াই করো, তরুন সমাজ মাঠে চলো এই স্লোগানকে বুকে ধারন করে মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার (৬ মে) বিকেলে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট বাজার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ইমরুল আলম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।