
নিজস্ব প্রতিনিধি
লিও ক্লাব অব চিটাগাং হিলভিউর নবগঠিত কমিটিতে স্থান পেলো মিসরাইয়ের তিন কৃতি সন্তান।
লিও ক্লাব অব চিটাগাং হিলভিউর ২০১৯-২০২০ সেবা বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। উক্ত সংগঠনের উপদেষ্টা লায়ন জিন্নাত কোমর রিতা এবং ক্লাবের সাবেক সভাপতি লিও রাশেদুল আলমের উপস্থিতিতে বর্তমান সভাপতি লিও সৌরভ সাহার সভাপতিত্বে নতুন কমিটি গঠন করা হয়।
এতে লিও ওমর ফারুক সভাপতি, লিও শুভ ভোমিক সম্পাদক ও লিও জুল আসফি উদ্দীন রাকিব চৌধুরীকে ট্রেজারার করে নতুন কমিটি ঘোষণা করা হয়।