হেফাজতের তাণ্ডবের নির্দেশদাতা ‘চিহ্নিত’


সাইফ মিশু…

২০১৩ সালের ৫ মে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ঢাকা ঘেরাও কর্মসূচির নামে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে যে তাণ্ডব চালিয়েছিল, তার নির্দেশদাতাদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
মনিরুল বলেন, ২০১৩ সালে হেফাজত যে তাণ্ডব চালিয়েছিল তার পরিকল্পনাকারী ও নির্দেশদানকারীরা চিহ্নিত হয়েছেন।
মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে এ কথা বলেন পুলিশের ঊর্ধ্বতন এই কর্তা।
একই সঙ্গে তিনি এও বলেন, নির্দেশদানকারীরা চিহ্নিত হলেও যারা মাঠ পর্যায়ে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন, তাদের সবাইকে চিহ্নিত করা সম্ভব হয়নি।
মনিরুল বলেন, সেদিন অনেক জনসমাগম হয়েছিল। তাই প্রত্যেককে চিহ্নিত করে তাদের থেকে তথ্য সংগ্রহ এবং তাদের প্রত্যেকের ‘রোল’ খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছে পুলিশ। এজন্যই সময় লাগছে।
৫ মে’র ওই ঘটনায় ডিএমপির কয়েকটি থানায় ৪০টির বেশি মামলা হয়েছে বলেও জানান মনিরুল। তিনি বলেন, এগুলোর মধ্যে ২১টিতে পুলিশ বাদী, বাকিগুলো ভিকটিমরা দায়ের করেছে। মামলাগুলোর বেশিরভাগই তদন্তাধীন। তদন্ত কর্মকর্তাদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে সময় লাগছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*