১১তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তির ফলাফল প্রকাশ


নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১১তম শিক্ষোন্নয়ন বৃত্তির ফলাফল বুধবার (৩১ জানুয়ারি) প্রকাশিত হয়। প্রথম থেকে দশম শ্রেণির ১২১জন শিক্ষার্থী প্লাটিনাম, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ ও স্পেশাল ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়। সংস্থার নিজম্ব ওয়েবসাইট www.shantineer.org এ অদ্য সকাল ১১ ঘটিকায় উক্ত ফলাফল প্রকাশ করা হয়। খিলহিঙ্গুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী প্রশ্মিতা দে প্রীতু সর্বোচ্চ ৯০.২৫ নম্বর পেয়ে একমাত্র প্লাটিনাম ক্যাটাগরিতে সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অর্জন করে। ১ম শ্রেণিতে আল-হেরা স্কুলের মেহেদী হাসান আদিব গোল্ড ক্যাটাগরি, ৩য় শ্রেণিতে মিরসরাই এস.এম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আহসান হাবীব গোল্ড ক্যাটাগরি, ৪র্থ শ্রেণিতে বারইয়ারহাট কিন্ডার গার্টেনের সৌপ্তিক মহাজন গোল্ড ক্যাটাগরিতে, ৫ম শ্রেণিতে বারইয়ারহাট কিন্ডার গার্টেনের বিবি আয়েশা জুঁই গোল্ড ক্যাটাগরিতে, ৬ষ্ঠ শ্রেণিতে সরকারহাট এন.আর উচ্চ বিদ্যালয়ের সৈয়দা নাদিরা গোল্ড ক্যাটাগরিতে, ৭ম শ্রেণিতে আবুরহাট উচ্চ বিদ্যালয়ের মাহবুবুল আলম ব্রোঞ্জ ক্যাটাগরিতে, ৮ম শ্রেণিতে সরকারহাট এন.আর উচ্চ বিদ্যালয়ের অর্পিতা দেবী ব্রোঞ্জ ক্যাটাগরিতে, ৯ম শ্রেণিতে ছাগলনাইয়া একাডেমীর শাখাওয়াত হোসেন ব্রোঞ্জ ক্যাটাগরিতে এবং ১০ম শ্রেণিতে বারইয়ারহাট কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের দুর্লভ নাথ উদার ব্রোঞ্জ ক্যাটাগরিতে স্ব-স্ব শ্রেণিতে সেরা নির্বাচিত হন।
উল্লেখ্য, গত বছরের ২২ডিসেম্বর বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, শিশু নিকেতন ও মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৩টি কেন্দ্রে একযোগে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মিরসরাই, সীতাকুÐ ও ছাগলনাইয়া উপজেলার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির ১৯৮৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মিরসরাই বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার দুলাল।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*