১৭ বছরেও সংস্কার হয়নি কাটাছড়ার কেফায়েত উল্ল্যাহ সড়ক

রাহাত আব্দুল্লাহ

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন কাটাছড়ায় ইউনিয়নের ২নং ওর্য়াডের অন্তগর্ত মুরাদপুর গ্রামে অবস্থিত মুক্তিযোদ্ধা কেফায়েত উল্ল্যাহ সড়ক।২০০১ সাল নির্মিত হয়েছিলো সড়কটি।এর পরে আর কোনো সংস্কার বা নির্মার্ণের উদ্যোগ গ্রহণ করা হয় নি।ইটের গাঁথুনি দিয়ে নির্মিত হওয়া রাস্তাটি বর্তমানে সময়ে তৈরী হয়েছে মৃত্যুকুপে।বর্ষাকালে গর্তে জমে থাকে পানি,ভারি যান চলাচলের কোনো সুযোগ নেই।রিক্সা কিংবা মোটর সাইল নিয়ে ও বিড়ম্বনায় পড়তে হয় এলাকাবাসীকে।বছরের ১২টি মাসই কষ্ট করতে হয় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের।কোনো প্রসূতি মহিলা কিংবা বৃদ্ধ কোনো মানুষের জন্য রাস্তাটি বরাবরই অনিরাপদ।কোনো মুমূর্ষ রোগীকে অতি দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য অনুপযোগী রাস্তাটি।অ্যাম্বুলেন্স বা মিনি মাইক্রোবাস চলার কোনো জায়গা নেই। তাছাড়া এটি মুরাদপুর গ্রামের একমাত্র সড়ক।এর বিকল্প কোনো প্রধান সড়ক নেই।এই সড়ক দিয়ে প্রায় কয়েকশত শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে।মুরাদপুর গ্রামের লোক সংখ্যা প্রায় তিন হাজারের অধিক।সড়কটি শেষ প্রান্তে অবস্থিত ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়।এই সড়কটি এলাকা বাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন কারণ সড়কটি আবুরহাট,জোরারগঞ্জ,চৈতন্যরহাট,কাটাছড়া সংযোগ সড়ক।এই সড়কটি সংস্কার অতীব জরুরি বলে জানিয়েছেন এলাকা বাসী।এই নিয়ে একটি লিখিত প্রতিবেদন সিভয়কে পাঠিয়েছে মুরাদপুর গ্রামের এম এ কামাল নামে একজন ব্যাংক কর্মকর্তা।তিনি জানান,রাস্তাটি সংস্কার এখন গ্রামের প্রতিটি মানুষের সময়ের দাবি।বিষয়টি নিয়ে কথা বলার জন্য ২নং ওর্য়াডের মেম্বার হাজ্বী আলউদ্দিন সাহেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে,তিনি জানান রাস্তাটি সংস্কারের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।কাজ অতি শীঘ্রই শুরু করা হবে বলে ও তিনি জানান।রাস্তাটি সংস্কার হলে মানুষে যাতায়াত সুবিধার পাশাপাশি মানুষের দীর্ঘ দিনের ভোগান্তি ও অনেকটা লাঘব হবে এবং এর পাশাপাশি দীর্ঘ গতি সম্পন্ন জনপদটির যাত্রা আরো গতিশীল হবে।এমনটাই মনে করেন স্থানীয়রা।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*