আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য হলেন নিয়াজ মোর্শেদ এলিট


মিরসরাই প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চিটাগং খুলশী ক্লাব লিঃ এর সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। রবিবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সভায় পূর্নাঙ্গ কমিটির ঘোষনা করা হয়। আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. শাম্মী আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অবঃ) ফারুক খান এমপি, যুগ্ন সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, হাবিবুর রহমান মিল্লাত এমপি, রাজী উদ্দিন রাজী এমপি প্রমুখ।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক এই ছাত্র নেতা রাজনীতির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বর্তমানে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি, জুনিয়র চেম্বার বাংলাদেশের নির্বাহী সহ সভাপতি, ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেট কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
১৯৮৩ সালের ১০ অক্টোবর চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া গ্রামে জন্ম গ্রহন করেন নিয়াজ মোর্শেদ এলিট। তিনি ২০০০ সালে চট্টগ্রাম সরকারী স্কুল থেকে এসএসসি, ২০০২ সালে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি ও ২০০৬ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*