আবুতোরাব বাজারে লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন চেয়ারম্যান জাহাঙ্গীর মাষ্টার


নিজস্ব প্রতিনিধি
করোনা ভাইরাসের ২য় ডেউ সামাল দিতে সরকারি ঘোষণা অনুযায়ী সারাদেশে এখন লকডাউন চলছে। গত বছরের মত লকডাউন কার্যকরে এবারও মাঠে রয়েছেন মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। উপজেলার ঐতিহ্যবাহী আবুতোরাব বাজারে লকডাউন কার্যকর করতে তদারকি করছেন তিনি। এর আগে মাইকিং, মাস্ক ও লিফলেট বিতরণ করেছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের সচেতন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল হালিম মাস্টার, ইউপি সদস্য আলা উদ্দিন, আবুতোরাব বাজার পচিালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে আবুতোরাব বাজারে গিয়ে দেখা গেছে, সরকার ঘোষিত দোকান ব্যতিত অন্যসব দোকানপাট বন্ধ রয়েছে। মানুষের সমাগমও কম ছিল। মিরসরাই উপজেলার অন্যান্য বাজারের তুলনায় আবুতোরাব বাজারে প্রশাসনের নির্দেশনা মানছেন ব্যবসায়ীরা।


মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী আমি দোকানপাট বন্ধ রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছি। কারণ করোনা পরিস্থিতি গত বছরের তুলনায় আরো ভয়াবহ আকার ধারণ করেছে। সচেতনতা ছাড়া বাঁচার কোন উপায় নেই। করোনা মহামারির এ কঠিন সময়ে জরুরী প্রয়োজনে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক ব্যবহার করে মানুষ যেন ঘরের বাইরে আসতে পারে আমরা সে বিষয়েও সচেতনতা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*