এবারও সেরা মহাজনহাট কলেজ মিরসরাইয়ে এইচএসসিতে ৬৩.৭৯% আলিমে ৯৫.৭৮%


নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে এইচএসসি ও আলিম পরীক্ষায় বেড়েছে পাশের হার ও জিপিএ-৫। এইচএসসিতে পাশের হার ৬৩.৭৯%, জিপিএ-৫ পেয়েছে ২১ জন। বুধবার (১৭ জুলাই) প্রকাশিত হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের পাশের হার ৯২.৩৩%, জিপিএ-৫ পেয়েছে ১২ জন, প্রফেসর কামাল উদ্দিন কলেজের পাশের হার ৯০.১২%, জিপিএ-৫ পেয়েছে ৪ জন, নিজামপুর সরকারি কলেজের পাশের হার ৬৩.৫২%, জিপিএ- ৪ জন, মিরসরাই ডিগ্রী কলেজের পাশের হার ৪৭% জিপিএ-৫ ১ জন, বারইয়ারহাট ডিগ্রী কলেজের পাশের হার ৬৩.০২% ও জোরারগঞ্জ মহিলা কলেজের পাশের হার ৩৮.৩১%। উপজেলায় প্রথম হয় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ।
মাদ্রাসায় পাশের হার ৯৫.৭৮%, জিপিএ-৫ পেয়েছে ৭ জন। প্রকাশিত হওয়া ফলাফলে দেখা যায়, মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসায় পাশের হার ৯৫.৫৮%, আবুতোরাব ফাজিল মাদ্রাসায় পাশের হার ৯৫.০৮% জিপিএ- ৫ পেয়েছে ৪ জন, মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৯৪.২৮%, জিপিএ-৫ ২ জন, জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসায় পাশের হার ৮৭.৫০%, সুফিয়া নূরিয়া ফাজিল মাদ্রাসা পাশের হার ১০০%, জিপিএ-৫ ১জন, মাদবারহাট ফাজিল মাদ্রাসা ১০০%, করেরহাট গণিয়াতুল উলুম আলিম মাদ্রাসা ১০০%, শান্তিরহাট আলিম মাদ্রাসা পাশের হার ৭৭.৭৭%।

মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন বলেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবক সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই ফলাফল অর্জন হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা মাননীয় এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সহযোগিতায় বর্তমানের ন্যায় ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*