করেরহাট এন.বি শিশু একাডেমির ২০ বছর পূর্তি উৎসব



নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান করেরহাট এন.বি শিশু একাডেমির ২০ বছর পূর্তি উৎসব বর্নাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। ২০০০ সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির দুই দশক পূর্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠানটি। শনিবার (৮ ফেব্রুয়ারি) করেরহাট ফরেস্ট অফিস এলাকায় ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

করেরহাট এন.বি শিশু একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি আক্তার উদ্দিনের সভাপতিত্বে ও ২০ বছর উদযাপন পরিষদের আহবায়ক মহি উদ্দিন কিরণের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, সমাজ সেবক হাজ্বী শাহাব উদ্দিন কোম্পানী, ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ উল্ল্যাহ, ইউপি সদস্য বেলাল উদ্দিন, আজাদ উদ্দিন, ভূমিদাতা নিজাম উদ্দিন বেলাল কোম্পানী, উদয়ন ক্লাবের সভাপতি সালাহ উদ্দিন,

জহুরুল হক কোম্পানী, উদয়ন ক্লাবের সাবেক সহসভাপতি আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, করেরহাট এন.বি শিশু একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য দিলীপ কুমার বণিক, অধ্যক্ষ অমর কৃঞ্চ দেবনাথ, জিয়াউল করিম,মাসুদ চৌধুরী প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, পুনর্মিলনী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ২০১৯ সালে পিইসি ও জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৯ শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*