করেরহাট বিটে চোরাই কাঠসহ পিকআপ আটক


নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে পাচারের সময় পিকআপ সহ ২৪০ ঘনফুট চোরাই কাঠ আটক করেছেন করেরহাট বিট-কাম স্টেশনের কর্মকর্তারা। মঙ্গলবার দিবাগত রাতে রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেস্ট মৌজার ভাঙ্গা টাওয়ার নামক স্থানে অভিযান পরিচালনা করে এসব কাঠ আটক করা হয়। আটকের পর তল্লাসী করে কোন বৈধ পাশ পাওয়া যায়নি। চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জ এর সহকারি বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান নির্দেশে, রেঞ্জ কর্মকর্তা জসীম উদ্দীন এলাহী ও স্টেশন কর্মকর্তা মোঃ ময়েন উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই কাঠ ও পিকআপ জব্দ করা হয়।

স্টেশন কর্মকর্তা মোঃ ময়েন উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাতে টহল দেয়ার সময় রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেস্ট মৌজার ভাঙ্গা টাওয়ার নামক স্থানে অভিযান চালিয়ে কাঠ বোঝায় একটি পিকআপ (নং ঢাকা মেট্রো ন ১১-২৫১৮) আটক করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক, চালকের সহকারি পালিয়ে যায়। এরপর পিকআপে থাকা ২৪০ ঘটফুট জ্বালানী কাঠ জব্দ করে মঙ্গলবার সকালে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*