চট্টগ্রাম মিডিয়া ক্লাব কর্তৃক সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিনিধি

উপমশের দেশের কাকাবাবুর শহরে ,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শহরে,স্বাধীনতা ঘোষণার শহরে ব্রিটিশ বিরোধী বিপ্লবের শহরে আমাদের দেশ আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের অহংকার এই গৌরবে হোটেল ল্যান্ডমার্কে জালাল ভূঁইয়া ফাউন্ডেশন এর সহযোগিতায় চট্টগ্রাম মিডিয়া ক্লাবের আয়োজনে আনজুডিস ক্রিয়েশন এন্ড কমিউনিকেশন এর তত্ত্বাবধানে এ কে এম সামশুজ্জামান ভূঁইয়া সোহেলের সভাপতিত্বে মডেল ও অভিনেত্রী আইরিন তানি র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের অন্যতম কৃতিসন্তান লেফটেন্যান্ট জেল (অবঃ) ড. চৌধুরী হাসান সরোয়ার্দি বীরবিক্রম SBP ,PSB ,ndc ,PSc উদ্বোধক হিসেবে ছিলেন তিন প্রজম্মের নাট্যসংগঠক ও নাট্যকার রবিউল আলম l
অনুষ্ঠানে সন্দ্বীপের কৃতিসন্তান হিসেবে দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতির সকল শাখার সকলে মিলে লেঃ জেঃ (অবঃ) ড.চৌধুরী হাসান সরোয়ার্দি বীরবিক্রম SBP ,PSB ,ndc PSc, কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন উপমহাদেশে প্রথম মূলধারার সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে এই অ্যাওয়ার্ড যথারীতি অনুষ্ঠিত হয়ে আসছে এবার অ্যাওয়ার্ড পেলেন মুজফফর আহমদ ( মরণোত্তর ) শ্রেষ্ঠ সংগঠক হিসেবে তার পরিবারের সদস্য মোশারফ হোসেন এটি গ্রহণ করেন , সেরা সংগঠন হিসেবে ভাষা শহীদ আব্দুস সালাম স্মৃতি পরিষদ এর পক্ষে গ্রহণ করেন সংগঠনটির সভাপতি ফেনী জেলার শীর্ষ পত্রিকা দৈনিক ফেনীর সময় পত্রিকারাদক ও প্রকাশক শাহাদাত হোসাইন , সেরা উন্নয়ন সংগঠক হিসেবে ফারজানা ব্রাউনিয়া , সেরা বাচিক শিল্পী হিসেবে বদরুল আহসান খান , সেরা নৃত্য শিল্পী হিসেবে শারমিন হুসেন , সেরা বিনোদন সাংবাদিক হিসেবে হামিদ মোহাম্মদ জসিম , সেরা সৃজনশীল সাংবাদিক হিসেবে রিমন মাহফুজ , সেরা মূকাভিনয় শিল্পী ও নির্দেশক হিসেবে নাদেজদা ফারজানা , সেরা নাট্য পরিচালক (মচ ) শিশির দত্ত তার পক্ষে গ্রহণ করেন মিসেস শিশির দত্ত , সেরা সংগীত শিল্পী ,গীতিকার হিসেবে সান্তনু বিশ্বাস তার পক্ষে গ্রহণ করেন তার মিসেস শুভ্রা বিশ্বাস , সেরা চলচ্চিত্র পরিচালক ( মরণোত্তর ) মোস্তফা মেহমুদ এর পক্ষে পরিবারের পক্ষে কাইয়ুম , সেরা নাট্য পরিচালক ( টিভি ) শাখাওয়াত শিবলী , সেরা সাংস্কৃতিক সংগঠক ও নাট্যকার কানাই চক্রবর্তী , সেরা আলোকচিত্র শিল্পী হিসেবে মউদুদুল আলম
সেরা ভাষা বিজ্ঞানী ও নাট্যকার ড.রাজীব হুমায়ুন , সেরা শিক্ষক হিসেবে জসিম উদ্দিন সরকার এবং চট্টগ্রাম মিডিয়া ক্লাব প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দিদারুল আলম প্রকাশ গায়ক রফিক তার পক্ষে বড় সন্তান বিপ্লব গ্রহণ করেন
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন রিয়া দাস চায়নার দল নৃত্য নিকেতন , আবৃত্তি করেন ত্রিতরঙ্গের কর্ণধার দেবাশীষ রুদ্র , সংগীত পরিবেশন করেন রাহাত , ফারজানা ব্রাউনিয়া , হাসান সারোয়ার্দি ও মামুন
মনোচিকিৎসায় মঞ্চ নাটকের ভূমিকা নিয়ে আলোচনা করেন নাট্যধার প্রধান মোস্তফা কামাল যাত্রা , নৃত্যের চট্টগ্রাম নিয়ে কথা বলেন চট্টগ্রাম নৃত্য শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সঞ্চিতা দত্ত , কবি ইমরোজ সোহেলের লিখা কবিতা আবৃত্তি করেন বদরুল আহসান খান , উপস্থিত ছিলেন বাউল শিল্পী ব্রিগেডিয়ার জেনারেল ( অবঃ) শাহিদুল আলম , প্রধানমন্ত্রীর অগ্রাধিকার পাইলট প্রকল্প ক্যাপিটাল ড্রেজিং সংশ্লিষ্ট কোম্পানি এশিয়ান ড্রেজার এর পরামর্শক সত্তর দশকের কবি ইমরোজ সোহেল , মেজর (,অব:) আব্দুল শাহিদ কায়সার , প্রফেসর ডা. কাজী রফিকুল হক পিএইচডি , সাবেক উপসচিব সুলেখক আব্দুর রহিম , সাবেক এআইজি শাহনেওয়াজ আলম, সহকারী এটর্নি জেনারেল শামীম আহসান , চট্টগ্রামস্থ বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির সভাপতি বেলায়েত হোসেন , ঝিনাইদেহ লেখক পরিষদ সভাপতি আকরাম হোসেন ,চট্টগ্রাম গ্রূপ থিয়েটার ফোরাম সভাপতি খালেদ হেলাল , বরিশাল ব্যবসায়ী কল্যাণ সভাপতি সাহেদুর করিম , চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদ সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য শাহ আলম নিপু , চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সহ সভাপতি জাহাঙ্গীর কবির , থিয়েটার ওয়ার্কশপ সভাপতি তাপস শেখর , বিস্তার ট্রাস্টি আলম খোরশেদ , নৃত্যশিল্পী গার্গী মজুমদার , স্বপন বড়ুয়া , স্বপন দাস , শাওন , গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ে র প্রধান শিক্ষক রফিকুল ইসলাম , গভর্নিং বডির পক্ষে সফিকুল আলম , ফ্যাশন ডিজাইনার আইভি হাসান , ওমেন চেম্বার সিনিয়র এক্সেকিউটিভ মেম্বার , সরকারি উর্ধতন কর্মকর্তা , লেখক মোহাম্মদ আলী মনসুর , মুজফফর লালমোহন সেন ট্রাস্ট এর চেয়ারম্যান মাস্টার ফিরোজ এবং চট্টগ্রামের সিনিয়র সাংস্কৃতিক ব্যক্তিত্ব l ও মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ় অনলাইন এক্টিভিস্ট তরুণ মাইনুল ইসলাম ডিউক ও কে ফোর্স অফিসিয়াল এর উদ্যোমী তরুণ
প্রত্যেকেই গর্ব করে বলেন আমাদের দেশ আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের অহংকার

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*