চবির আবাসিক হলে অভিযান—বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর দুইটি আবাসিক হলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ রামদা, লোহার পাইপ, পাখি শিকারের গুলতি, বটি, ছুরি ও কাচের বোতল উদ্ধার করা হয়।

বুধবার (৯ মার্চ) দিবাগত রাত ১২ থেকে দুইটা পর্যন্ত দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী পুলিশের সহযোগিতায় প্রক্টরিয়াল বডির সদস্যরা এই অভিযান পরিচালনা করে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের ঝুপড়িতে বিজয় গ্রুপের একজনের গায়ে হাত তোলা নিয়ে সিএফসি গ্রুপের মধ্যে সমস্যার সূত্রপাত হয়। সেই ঘটনার জের ধরে সোহরাওয়ার্দী এবং শাহ আমানত হলে দুই পক্ষের কর্মীরা অবস্থান নেন। এ সময় তারা দফায় দফায় সংঘর্ষে জড়ান। পরে রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আবাসিক হলে অভিযান চালায় পুলিশ।

এ বিষয়ে চবি প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, রাতে বিশ্ববিদ্যালয়টির শাহ আমানত হল ও সোহরাওয়ার্দী হলে অভিযান চালায় পুলিশ। হল দুটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পেট্রল বোমা, ককটেলসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে জানান তিনি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*