চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন মিরসরাই প্রেসক্লাবে সংবর্ধিত


নিজস্ব প্রতিনিধি
শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এনায়েত হোসেন নয়নকে সংবর্ধনা দিয়েছে মিরসরাই প্রেসক্লাব। সোমবার (২২ ফেব্রুয়ারি) প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, কবি ও কথা সাহিত্যিক কাইয়ুম নিজামী।
মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, বিশেষ অতিথি মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর।
কবি ও কথা সাহিত্যিক কাইয়ুম নিজামী বলেন, উপজেলার জনপ্রতিনিধিদের মধ্যে এনায়েত হোসেন নয়ন দৃশ্যমান অনেক কাজ করেছেন। যার স্বীকৃতিস্বরূপ স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করে সম্মানীত করেছে। জনগণের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য জনপ্রতিনিধিদের এভাবে কাজ করে যাওয়া উচিত। মিরসরাই প্রেসক্লাব একজন গুণী চেয়ারম্যানকে সংবর্ধিত করে যথার্থ মূল্যায়ন করেছে।
এসময় মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নুরুল আবছার সেলিম, প্রেসক্লাবের সহ-সভাপতি বিপুল দাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, রাজ ুকুমার দে, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক আজিজ আজহার, সাংস্কৃতিক সম্পাদক বাবলু দে, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, প্রকাশনা সম্পাদক সৈয়দ আজমল হোসেন, সহ দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন,সদস্য সাফায়েত মেহেদী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল, ছাত্র নেতা রবিউল হোসেন পারভেজ, তারেক আহমেদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সমীক্ষায় এনায়েত হোসেন নয়ন উপজেলায় পরপর তিনবার শ্রেষ্ঠও সম্প্রতি চট্টগ্রাম জেলার চেয়ারম্যানদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন।

Share

About admin