জোরারগঞ্জে ১০দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন -বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল

মুহাম্মদ ফিরোজ মাহমুদ…

গৃহায়ন ওগনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ৭১ এর বিজয়ের পর অনেক ঘটনার পর ৯৬ এ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার পর আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। ২০২১ সালের আগেই দেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত করার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি।মিরসরাই উপজেলার জোরারগঞ্জ স্কুল মাঠে বিজয় মঞ্চে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়।
মন্ত্রী আরো বলেন, জাতির পিতার বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্বে বাঙালি জাতি বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ৬ দফা, ঊনসত্তরের ১১ দফা ও গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতার জন্য প্রস্তুত হয়ে ওঠে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ফলে বৈধ ভিত্তি পায় বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা।জোরারগঞ্জের এ মেলা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে সহায়তা করবে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসীম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহীন কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, যুগ্ম সম্পাদক আলহাজ্ব জহির উদ্দিন ইরান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরী প্রমুখ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*