নবীন-প্রবীনের মিলন মেলায় মুখরিত মাদ্রাসা ক্যাম্পাস-আবুতোরাব ফাজিল মাদ্রাসার শতবর্ষ অনুষ্ঠান উদ্বোধন

মুহাম্মদ ফিরোজ মাহমুদ, অনুষ্ঠান থেকে…
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুতোরাব ফাজিল (স্নাতক) মাদ্রাসার দুইদিন ব্যাপী শতবর্ষ উদ্যাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারী) সকালে স্বাগত র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার। মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম ভুঁইয়ার সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল সানা উল্লাহ, প্রাক্তন ছাত্র শহিদ উল্লাহ’র যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এশিয়া উন্নয়ন ব্যাংকের চীফ শিপিং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহীন কাকলী, মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার,ঢাকা পাসপোর্ট অফিসের কর্মকর্তা জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী নজরুল ইসলাম ভূইয়া, ডা. গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেরা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল গনি, সহ-দপ্তর সম্পাদক তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম গোলাম সরওয়ার, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক, মির্জা বাজার ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুল আলম, মান্দারবাড়িয়া শাহ অলিয়া মহিলা মাদ্রাসার সুপার মাওলানা নুরুন্নবী, হিতকরী প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম, হিতকরী সদস্য নুরুছালাম ফোরকান প্রমুখ।

প্রথম অধিবেশন শেষে মিরসরাই অর্থনীতি অঞ্চলের বিশেষ অবদান রাখায় গৃহায়ন ও গন-পুর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, রেডক্রিসেন্ট সৌসাইটির সাধারন সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, এশিয়া উন্নয়ন ব্যাংকের চীফ শিপিং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফাকে ক্রেস্ট প্রধান করা হয়।

২য় পর্বে মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক মোঃ আতিকুর রহমান খাঁনের সভাপতিত্বে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকী, আবুতোরাব ফাজিল মাদ্রাসার সাবেক প্রভাষক মাওলানা আবদুল জলিল, মধুমতি ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আবু তৈয়ব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাদ্রার প্রাক্তন ছাত্র মুসলিম উদ্দিন।

৩য় পর্বে পৃষ্ঠপোষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি কিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ ফ্যাকাল্টি’র ডীন প্রফেসর ড.মোঃ নাজমুৃল হক নদভী, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোঃ সাইদুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোঃ হারুন অর রশিদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার হামিদুল হক, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুর রসুল।
৪র্থ পর্বে প্রধান ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী।

মাদ্রাসার শতবর্ষ উদযাপন ও প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানে ফ্রি ব্লাড গ্রুপিং, মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেয়া হয়। এছাড়া ‘রাহবার’ নামে একটি স্বারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*