নীল আকাশে ভাসলো আবার সাদা মেঘের ভেলা


সৈয়দ আজমল হোসেনঃ

আহা আজি এ শরতে, পরতে পরতে, হৃদয়ে জাগিলো ছন্দ, বাতাসে বাতাসে, সুরভিত সুশোভিত, কাশফুল ছড়িয়েছে গন্ধ- সদ্য বর্ষা মাড়িয়ে বাংলায় শরতের আগমনী বার্তা নিয়ে হাজির হল শুভ্র কাশ। ভাদ্র-আশ্বিন এ দু মাস মিলে আমাদের শরত কাল। বর্ষার ঘোমরা ভাব কাটিয়ে এসময় আকাশ হয়ে উঠে গাঢ় নীল। আর এ নীলের বুক চিরে রাশি রাশি সাদা মেঘের উড়ন্ত ভেলাচিত্রে কার না মন মাতে! প্রেমিকের বুকে জেগে উঠে প্রেম, কবিতার খাতায় ছন্দ। বাংলার মানুষ নতুন করে তার খুজে পেয়েছে আনন্দ।


এসময় বৃষ্টি কিছুটা কমে আসে। আস্তে আস্তে বাড়তে থাকে ঠান্ডার প্রলেপ। প্রকৃতির মৃদু ঠান্ডা বাতাসে হৃদয় জুড়ায়। নব অঙ্কুরিত ধানের চারায় সবুজে সবুজ হয়ে উঠে বাংলার মাঠ। বর্ষার বারিবর্ষনে ডুবে থাকা নদনদীগুলোর পানি কমতে থাকে ক্রমশ। হাজারো ফুল ফোটে, ধান পাকে, চলে ফসল কাটার ধুম। আকাশের গাঢ় নীল, সুর্যের সোনালী আভা, ফসলের মাঠে সবুজের সমারোহ আর ফুটন্ত কাশের শুভ্রতা এ চার মিলে যেন প্রকৃতিতে সৃষ্টি হয় অন্য রকম এক মাত্রা। ঘন সবুজের বুকে সাদা কাশ, তার মাঝে সারস, বক আর ঘুঘুর অবাধ বিচরন নজর কাটার মতই। কাশের পাশাপাশি শিউলি, মল্লিকা, মাধবী ফুলের সৌন্দর্য আর সৌরভে প্রকৃতি সাজে ভিন্ন সাজে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*