নয়দুয়ারিয়া মাদরাসায় ইসলামী মহা সম্মেলনে হেফাজত আমীর শাহ আহমদ শফী ছেলে মেয়েকে মাদরাসায় শিক্ষায় শিক্ষিত করুন


নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসার অর্ধশত বার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী ইসলামী মহা সম্মেলনের প্রথমদিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজত ইসলামের আমীর ও হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী। প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনাদের ছেলে মেয়েকে মাদরাসায় শিক্ষায় শিক্ষিত করুন। মাদরাসায় পড়াশোনা করলে তারা কোন খারাফ কাজে জড়িয়ে পড়ে না। প্রতিদিন পত্রিকা খুললে দেখা যায় বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের খবর। তাই আরো বেশি বেশি মাদরাসা প্রতিষ্ঠা করতে হবে।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রথমদিনের অনুষ্ঠান মাওলানা মফিজ উল্ল্যাহর সঞ্চালনায় দিনব্যাপী তিন পর্বের অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন জামালপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মকছুদ আহমদ, মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মনিরুল ইসলাম ইউসুফ, মাদ্রাসার শিক্ষক মাওলানা আজিজুল হক। এসময় উদ্বোধনী বক্তব্য রাখেন মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসার নির্বাহি পরিচালক মাওলানা জাফর উল্ল্যাহ নিজামী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিপটন গ্রæপের চেয়ারম্যান প্রফেসর এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আতাউর রহমান, শাইখ সায়্যেদ নাসের বিল্লাহ আল-মক্কী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার পরিচালক শাহ মহিবুল্লাহ বাবুনগরী, জামেয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের পরিচালক ছালাহ উদ্দিন নানুপুরী, মারকাযুল ফিকরিল কোরআনির পরিচালক খুরশিদ আলম কাসেমী, জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস ওবাইদুল্লাহ হামজা প্রমুখ। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্বেরাত মাহফিল।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*