প্রচেষ্টা ছাত্র পরিষদ মিরসরাই’র আয়োজনে প্রচেষ্টা গণিত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বারা, আলোকিত মিরসরাই গড়া আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে মিরসরাই উপজেলার একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের সংগঠন প্রচেষ্টা ছাত্র পরিষদ মিরসরাই উপজেলায় সর্বপ্রথম গণিতকে কেন্দ্র করে প্রচেষ্টা গণিত মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার (৩ নভেম্বর) মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সফলভাবে সম্পন্ন হয়েছে। গণিত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৫২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী, মিরসরাই কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা কমিটির উপদেষ্টা নুরুল আবছার, সংগঠনের উপদেষ্টা কেন্দ্র প্রধান ও মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, কেন্দ্রের হল সুপার ও সংগঠনের উপদেষ্টা হোসাইন সবুজ, জোরারগঞ্জ মহিলা কলেজের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা লায়ন রাশেদা আক্তার মুন্নি, সংগঠনের পৃষ্ঠপোষক ও সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, সংগঠনের পৃষ্ঠপোষক ও সাংবাদিক মাহবুব রহমান পলাশ, এম মাঈন উদ্দিন, রাজীব মজুমদার, বিপুল দাশসহ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রচেষ্টা মেধাবৃত্তি পরীক্ষা’র প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক এ এস অনুপ দাশ, পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি জাফর ইকবাল, প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজিব চন্দ্র পাল, পরীক্ষা কমিটির আহবায়ক মাহফুজ রহমান রাব্বী। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রবিউল হোসাইন পারভেজ, সহ-সভাপতি মোশাররফ এইচ সাগর, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রাফী, অর্থ ও দপ্তর সম্পাদক তানভীর তুহিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মিঠন নাথ, স্কুল ও কলেজ সম্পাদক জাহেদুল ইসলাম শাকিল, কার্যকরী সদস্য বিকাশ দাশ, আল ফাহাদ, জিসান, ইকবাল রাফী, আবু নাঈম, সাইফুল, হাসান, নাঈম, কিশোর, নাঈমুল, তারেক, রিয়া, ফারিয়া, তাছপ্রিয়া, নওরিন সুলতানা, তানজিনা আক্তার, শারমিন আক্তার, তানিয়া আফরোজ, ফারজানা আক্তার, শারমিন তন্নি, তাছলিমা আক্তার প্রমুখ।

প্রচেষ্টার প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক পরীক্ষা কমিটির প্রধান পরীক্ষক এ এস অনুপ দাশ বলেন, গণিতের প্রতি ভীতি নয় ছাত্র-ছাত্রীদের গনিত ভীতি দূর করার জন্য প্রচেষ্টার এই ব্যতিক্রমী আয়োজন এবং এই পরীক্ষা শিক্ষার্থীদের গনিত শেখার আগ্রহ ও প্রেরণা বৃদ্ধি করাই প্রচেষ্টার মূল লক্ষ্য।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*