ফেজবুক পোষ্টে বদলে গেল আবুতোরাবের মাছ বাজার

ফিরোজ মাহমুদ||
উপজেলার ঐতিহ্যবাহী বাজার আবুতোরাব। সপ্তাহে দু-দিন বসে এবাজারে হাট। সোমবার এবং শুক্রবারে কেনা বেচার ধুম পড়ে ঐতিহ্যবাহী এ বাজারে। ভোর থেকে শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্তা। মাছ বাজারে বর্ষায় বৃষ্টির পানি থৈ থৈ করলেও বর্তমানে চিত্র পাল্টিয়ে যায়। সম্প্রতি অবকাঠামোগত উন্নয়ন করেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আবুতোরাব বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। সরকারি বাজেট থেকে নির্মাণ করা হয় মাছ বাজারের সেড।

তবে অবকাঠামোগত উন্নয়ন হলেও উন্নত হয়নি জেলেদের সেই পুরোনো পঁচা মাছ তাজা করার পদ্ধতি। চলতি মাসের ১৩ তারিখ শুক্রবার মাছ বাজার ঘুরে দেখা যায় রং মিশ্রিত সাগরের চোট-বড় মাছ। মেডিসিন দিয়ে ড্রামের পানিতে জিঁইয়ে রাখা হয়েছে বিভিন্নজাতের মাছ।

সম্প্রতি রংমিশ্রিত মাছের ছবি দিয়ে এ প্রতিবেদক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন। সেখানে তিনি লিখেন “আবুতোরাবে বিক্রি হচ্ছে নিষিদ্ধ রং মিশ্রিত মাছ”। সেটি নজরে আসে উপজেলা প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ভুক্তভোগী সহ এলাকার মানুষের। ক্ষোভ ঝাড়তে দেখা যায় অনেকের।

ব্যাপক আলোচনা সমালোচনা চলার পরের বাজারেই আসে পরিবর্তন। রং ড্রাম বিহীন মাছে পরিনত হয় আবুতোরাব বাজার। এমন পরিবর্তনের কথা এক মাছ বিক্রেতার কাছে জানতে চাইলে তিনি বলেন চেয়ারম্যান কড়া নির্দেশে রং ও ড্রাম সরানো হয়েছে। কমেছে মাছের দামও। এক কেজি লইট্টা শুক্রবারে বিক্রি হয় ১২০-১৪০টাকা। ৮০-১০০ টাকা। এক কেজি তেলাপিয়া ১৭০-১৯০ টাকা বিক্রি করলে আজ সেটি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা।

এবিষয়ে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, ফেজবুকে স্ট্যাটাসটি আমার নজরে আসলে সাথে সাথে আমি ইউনিয়ন পরিষদ থেকে চৌকিদার পাঠিয়ে তাদের ওই রং মশ্রিত মাছ বিক্রি করা বন্ধ করি। এবং এধরনে মাছ বাজারে বিক্রি হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি করেন তিনি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*