বারইয়ারহাট সাইনিং স্কুল এন্ড কলেজের অ্যানুয়েল কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

‘শ্রেষ্ঠত্ব অর্জনের ভিত গড়ে দিই আমরা’ শ্লোগানে প্রতিষ্ঠিত উত্তর চট্টগ্রামের অন্যতম ইংলিশ মিডিয়াম সাইনিং স্কুল এন্ড কলেজ ছড়িয়ে দিচ্ছে শিক্ষার আলোক বার্তা। শিক্ষার্থীরা গড়ে উঠছে আগামীর নেতৃত্ব দিতে, যার বিভিন্ন দিক তুলে ধরতে আয়োজন করা হয়েছে অ্যানুয়েল কালচারাল ফেস্টিভ্যাল। বৃহম্পতিবার (৩০ নভেম্বর) সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাইনিং স্কুল এন্ড কলেজের প্রধান উপদেষ্টা ও বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুক্তিযোদ্ধা কাইয়ুম নিজামী।


সাইনিং স্কুল এন্ড কলেজের বোর্ড অব ডিরেক্টরস্ চেয়ারম্যান সৈয়দ আলিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহিন কাকলী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মশিয়ার রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সদস্য আলহাজ্ব মহসিন আলী, মিরসরাই উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রানা, বারইয়ারহাট কমপোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, স্কুলের পরিচালক আশরাফ হোসেন, সাইনিং স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) ইমাম হোসেন।


অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিলো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশেনা। তার মধ্যে উল্লেখযোগ্য বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের দেয়া ৭ মার্চের ভাষণ। পুরো ভাষণটি ইংরেজীতে উপস্থাপন করেন স্কুলের ৪র্থ শ্রেণীর ইংলিশ ভার্সনের শিক্ষার্থী আরিয়ান।
অনুষ্ঠানে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমিনুর রসুল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওমান কেন্দ্রীয় কমিটি ও সাহাম শাখা আওয়ামীলীগের সভাপতি ইবনে মিজান জয়নাল,পল্লী বিদ্যুৎ সমিতি ৩ নং এলাকার পরিচালক আলী আহসান, আল-আমিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম, বারইয়ারহাট জেনারেল হাসপাতালের এমডি কামাল উদ্দিন, চিনকী আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন, করেরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আজাদ সহ অভিভাবক, শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি কাইয়ুম নিজামী বলেন, ‘একটি মফস্বল স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা এমন মনোমুগ্ধকর অনুষ্ঠান করতে পারে তা সাইনিং স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা দেখে বুঝলাম। বিশেষ করে ছোট এক শিক্ষার্থী যেভাবে জাতির জনক জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ মার্চের ভাষন ইংরেজীতে উপস্থাপন করলো তা সত্যি প্রশংসার দাবীদার। আমার বিশ্বাস এই স্কুল একদিন বিশ্ববিদ্যালয়ে পরিনত হবে।’

পরে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা মহাকাব্যগ্রন্থ ‘কন্যার নাম শেখ হাসিনা’ শিক্ষার্থী আরিয়ানকে উপহার দেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*