মিরসরাইয়ের ঐতিহ্যবাহী আবুতোরাব ফাজিল মাদ্রাসার শতবর্ষ উদযাপন আগামী ২০ ও ২১ জানুয়ারী

 

এম মাঈন উদ্দিন…
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুতোরাব ফাজিল (স্নাতক) মাদ্রাসার শতবর্ষ উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ২০ জানুয়ারী ও ২১ জানুয়ারী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে ঘিরে ইতমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শতবর্ষ উদযাপন পরিষদ।

 

২০ জানুয়ারী (শুক্রবার) সকালে অনুষ্ঠানের উদ্বোধন করবেন ও ১ম পর্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, এশিয়ান উন্নয়ন ব্যাংকের চীফ শিপিং ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তাফা, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজগর আলী, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন (মাষ্টার), রাজনীতিবিদ বেলাল উদ্দিন আহম্মদ, গোলাম সরওয়ার, মহিউদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করবেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মোঃ দৌলতুজ্জামান খাঁন।

 

২য় পর্বে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ও স্মৃতিচারণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকী, আবুতোরাব ফাজিল মাদ্রাসার সাবেক প্রভাষক মাওলানা আবদুল জলিল, মধুমতি ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আবু তৈয়ব। সভাপতিত্ব করবেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক মোঃ আতিকুর রহমান খাঁন।

 

৩য় পর্বে পৃষ্ঠপোষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিশিষ্ট শিল্পপতি কিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ ফ্যাকাল্টি’র ডীন প্রফেসর ড.মোঃ নাজমুৃল হক নদভী, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোঃ সাইদুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোঃ হারুন অর রশিদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার হামিদুল হক, প্রফেমর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুর রসুল। সভাপতিত্ব করবেন আবুতোরাব ফাজিল (স্নাতক) মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম ভূঁইয়া।

 

৪র্থ পর্বে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী।

 

২য়দিন ২১ জানুয়ারী (শনিবার) ১ম পর্বে তামাদ্দুনিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীতায় সভাপতিত্ব করবেন মাদ্রাসার সাবেক প্রভাষক মাওলানা গোলাম নুর।

২য় পর্বে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়েদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক ড. মোঃ ইলিয়াছ ছিদ্দিকী, মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক, সুফিয়া নুরীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামী, মিঠাছড়া ফাজিল মাদ্রার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা নিজামুল হক ছাদেকী। সভাপতিত্বে করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদ উদ্দিন। ৩য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

 

সমাপনী পর্বে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা আল জামেয়াতুল ছিদ্দিকীয়া দারুল উলুম ফুরফুরা শরীফের প্রধান মুফতি শায়খুল হাদীস মাওলানা মুফতি সাঈদ আহদম মোজাদ্দেদী। বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ বদিউল আলম সরকার। সভাপতিত্ব করবেন আবুতোরাব ফাজিল (স্নাতক) মাদ্রাসার শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক আলহাজ্ব জাহাঙ্গীর আলম ভূঁইয়া।

মাদ্রাসার অধ্যক্ষ ও শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাং শফিকুল ইসলাম নিজামী জানান, উত্তর চট্টগ্রামে অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আবুতোরাব ফাজিল (স্নাতক) মাদ্রাসার শতবর্ষ উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশে অবস্থান করা মাদ্রাসার সকল প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শুভাকাঙ্খী সকলকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে সহযোগীতা করার জন্য অনুরোধ রইলো।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*