মিরসরাইয়ে পোষ্ট ই- সেন্টার উদ্যোক্তা উন্নয়ন সংস্থার উদ্যোগে ই-লার্নিং পরীক্ষা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক…

মিরসরাই পোষ্ট ই-সেন্টার ও উদ্যোক্তা উন্নয়ন সংস্থার উদ্যোগে ই-লার্নিং কোর্সের তিন মাস মেয়াদী ডিপ্লোমা ইন সফ্টওয়ার এ্যাপ্লিকেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে মহাজনহাট পোষ্ট ই-সেন্টার ও আবুতোরাব পোষ্ট ই-সেন্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার হল পরিদর্শন করেন চট্টগ্রাম জিপিও ডাকঘর পরিদর্শক মানিক চন্দ্র সিংহ, মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন, সীতাকুন্ড উপজেলা হার্ডওয়্যার টেকনেশিয়ান আব্দুল্লাহ আল নোমান, মিরসরাই উপজেলা হার্ডওয়্যার টেকনেশিয়ান বিউটি আক্তার, নিজামপুর পোষ্ট ই-সেন্টারের উদ্যোক্তা মো: গিয়াস উদ্দিন, মহাজনহাট পোষ্ট ই-সেন্টারের উদ্যোক্তা মো: শহীদ উল্লাহ (এসইউ৭), আবুতোরাব পোষ্ট ই-সেন্টারের উদ্যোক্তা মো: শাহেদ আজাদ, জোরারগঞ্জ পোষ্ট ই-সেন্টারের উদ্যোক্তা মো: জহির উদ্দিন প্রমুখ।

মহাজনহাট পোষ্ট ই-সেন্টারের উদ্যোক্তা মো: শহীদ উল্লাহ (এসইউ৭) জানান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ জনসাধারণ প্রকল্পের আওতায় বাংলাদেশ ডাক বিভাগ ই-লার্নিং কোর্স বাস্তবায়ন করছে। উপজেলার ২৪ টি ই-সেন্টারে তিন মাস ও ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন সফ্টওয়ার এ্যাপ্লিকেশন কোর্স করানো হচ্ছে। আজ উপজেলার মহাজনহাট ও আবুতোরাব ই-সেন্টারের ৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*