মিরসরাইয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা


নিজস্ব প্রতিনিধি
‘শিক্ষা দিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। মায়ের দেওয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই’ এই স্লোগান সামনে রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের এস.এম.সি’র সভাপতি ও প্রধান শিক্ষকরা মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।


সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আরিফুল হক, সমাজ সেবক আজহারুল হক চৌধুরী নওশা মিয়া, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন,কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামী, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, প্রধান শিক্ষক মফিজুল ইসলাম সহ ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভার বিভিন্ন বিদ্যালয়ের সভাপতি প্রমুখ।
পরে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সীকে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মানন্নোয়নের লক্ষ্যে বিভিন্ন যুগপোযোগী সিদ্ধান্ত নিয়েছে। তা বাস্তবায়নে শিক্ষক অভিবাবক সহ সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া সাম্প্রতিক সময়ে দেশে ছেলে ধরা গুজব ছড়ানো হচ্ছে। একটি চক্র গুজব ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টিতে লিপ্ত রয়েছে। সকল শিক্ষককে গুজবে কান না দিয়ে অভিবাবক ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির আহবান জানানো হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*