মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের ডিটিই ক্যাম্প, ত্রাণ বিতরণ ও তাল গাছ রোপন



মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ত্রাণ বিতরণ ও তাল গাছ রোপন করেছে লায়ন্স ক্লাব। শনিবার (৯ অক্টোবর) সকাল ৮ ঘটিকা থেকে উপজেলার নয়দুয়ারিয়া দিঘীর পাড়ের লায়ন্স ক্লাব চিটাগাং মিরসরাই ও খুলশীর আয়োজনে ১ হাজার ৪৯ জন রোগীর বিনামূল্যে চোখের পরীক্ষা করা হয়। এতে ২৫৮ জন রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
সকাল সাড়ে ১১ টায় উপজেলার খইয়াছড়া উচ্চ বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩’শ ৫০ পরিবারের মাঝে লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশ এর উদ্যোগে এলসিআইএফ গ্র্যান্ট (২০২১-২০২২) ত্রাণ বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের উপস্থাপনায় উক্ত কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন লায়ন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন আশরাফুল আলম আরজু এমজেএফ এবং ত্রাণ বিতরণ কমিটির চেয়ারম্যান লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল। এতে আরো বক্তব্য প্রদান করেন জিএলটি কো-অর্ডিনেটর লায়ন ওসমান গনি, লায়ন ওয়াহিদা জেসমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, লায়ন তাহের আহমদ, লায়ন ইউসুফ চৌধুরী, লায়ন মিনহাজ উদ্দিন চৌধুরী এবং লায়ন মো. আসলাম।
এসময় উপস্থিত ছিলেন পিডিজি লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুয়া, পিডিজি লায়ন কামরুন মালেক, আরসি মোহাম্মদ আলী, আরসি ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, আরসি আকবর আলী চৌধুরী, আরসি এডভোকেট নুরুল ইসলাম, আরসি কোহিনূর কামাল, আরসি শওকতুল ইসলাম, আরসি হারুন ইউসুফ, আরসি ডক্টর কামাল উদ্দিন, আরসি তারেক কামাল, জেডসি এজেএম সাইফুল ইসলাম টুটুল, ইলিয়াস সিরাজী, আব্দুল মন্নান, হাসান আকবর, হাসান মাহমুদ, আরিফুর রহমান, এম এইস রানা, মাঈন উদ্দিন, কামরুল আলম, কামাল উদ্দিন, আরশাদুল রহমান, কামরুল ইসলাম, ওয়াহেদ উল্লা, নুর নবী পাটোয়ারী, মাইন উদ্দিন জিলাল, পারভীন মাহমুদ, রাশেদা আক্তার মুন্নি, জহির উদ্দিন, সরোয়ার লাভলু, জাহান আরা বেগম প্রমুখ। ত্রাণ বিতরণ কর্মসূচীর যৌথ আয়োজক লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই, চিটাগং খুলশী এবং শৈবাল।
এরপর লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই ও গবেষণা প্রতিষ্ঠান নয়াদালানের উদ্যোগে তালের গাছ রোপন করা হয়। অতিথিরা খইয়াছড়া উচ্চ বিদ্যালয়, অপকা অটিজম সেন্টার, বজলুস সোবহান উচ্চ বিদ্যালয় এবং নয়দুয়ারিয়ার তালের চারা রোপন করেন। উক্ত কর্মসূচীগুলোতে সার্বিক সহযোগিতায় ছিল লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই, খুলশী, খুলশী ব্লু, হিল ভিউ।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের ২০২১-২০২২ সেবাবর্ষের অক্টোবর সার্ভিস একটিভিটি হিসেবে বিনামূল্যে ডিটিই ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ধারণ, চক্ষু পরীক্ষা, ত্রাণ বিতরণ, তাল গাছের চারা রোপন, মাস্ক বিতরণসহ নানাবিধ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*