মিরসরাইয়ে হিতকরী’র ইফতার সামগ্রী বিতরণ

ফিরোজ মাহমুদ>>
মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর উদ্যোগে উপজেলার ১০৬টি মধ্যবিত্ত ও নিম্মবিত্ত পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

কিছু দানবীর ও হিতকরী সদস্যদের অর্থায়নে শুক্রবার (১ এপ্রিল) উপজেলার মায়ানী, মঘাদিয়া, খৈয়াছড়া, সাহেরখালী, হাইতকান্দি ও দুর্গাপুর ইউনিয়নের তেতৈয়া এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চনাবুট, চাউল, চিড়া, সয়াবিন তৈল, খেজুর, পেঁয়াজ, আলু, মটর ডাল, সেমাই, চিনি ও মুড়ি।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন হিতকরীর নির্বাহী পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম রয়েল, নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, হাসান বিল্লাহ, সাধারন সম্পাদক ফিরোজ মাহমুদ সহ অন্যান্য গুরুত্বপূর্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

হিতকরীর সভাপতি ইমাম হোসেন ফরহাদ বলেন, কতগুলো মানুষের দেয়া ইফতারিতে রমজানের কিছু অংশ জুড়ে ক্ষুধার্ত অভাবি মানুষ ইফতার করবে, ব্যপারটা যেমন আত্মতৃপ্তির তেমনি আনন্দেরও। বৃহস্পতিবার রাত থেকে টিম হিতকরীর অক্লান্ত শ্রমে আজকে বেশ কিছু অসহায় মানুষের হাতে পৌছে গেছে দাতাদের ইফতারি। আমরা সর্বোচ্চ যাছাই করেছি যথাযথ লোকের হাতে তুলে দিতে।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*