মিরসরাই আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন মনিরুল ইসলাম ইউসুফ


নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে মনোনয়ন চাইবেন বড়তাকিয়া গ্রæপের চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বে থাকার সুবাদে তিনিই দলের কাছে গ্রহণযোগ্য প্রার্থী বলে দাবি করেন চট্টগ্রামের প্রতিষ্ঠিত এ ব্যবসায়ী।

সম্প্রতি মিরসরাই সদরের একটি অভিযাত রেস্তোরায় আয়োজিত মতবিনিময় সভায় মিরসরাই উপজেলায় কর্মরত সংবাদিকদের এসব কথা বলেন মনিরুল ইসলাম ইউসুফ।

মনিরুল ইসলাম ইউসুফ সাংবাদিকদের বলেন বলেন, ‘ দীর্ঘ ১০ বছর ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। বিগত নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে দুলের সুখে দুখে সকালের পাশে আছি। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের লক্ষে ও এবার এলাকার উন্নয়নের স্বার্থে এবার বিএনপি থেকে সংসদ সদস্য মনোনয়ন পদপ্রার্থী। তিনি বলেন বিএনপিতে পুরোনোদের ছাড়িয়ে আলোচনার কেন্দ্র বিন্দু এখন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ। কেন্দ্রীয় নেতাদের সাথে দলীয় কর্মকান্ডে অংশগ্রহন, উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচী পালন এবং তূণমূলের কর্মীদের সাথে ব্যাপক সমন্বয়ের মাধ্যমে মনোনয়ন যুদ্ধে এগিয়ে যাচ্ছেন তিনি। ’

তিনি আরো বলেন, ‘দলের পক্ষে কথা বলার যখন কেউ নেই তখন আমি আমার দলের নির্যাতিত নীপিড়িত নেতাকর্মীদের নিয়ে মাঠের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করছি। আমার দৃঢ় বিশ^াস আগামী নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিবে।’ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলাখুলি উত্তর দেন ইউসুফ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*