মিরসরাই উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ


নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ( ৯ ফেব্রæয়ারি) রাত সাড়ে ১১টার সময় চট্টগ্রাম শহরের কাট্রলী এলাকার সিডিএ ১ নং সড়কের সামনে থেকে তাকে সাদা পোষাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের চট্টগ্রাম কার্যালয়ে নিয়ে যায়। শনিবার বিকেলে তাকে কোট হাজত থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার সকালে তাঁর আইনজীবি জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার সময় নুরুল আমিন চেয়ারম্যান বাসায় প্রবেশের সময় সাদা পোষাকে পুলিশ তাকে আটক করেছে। এর আগে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় পুলিশ তার গ্রামের বাড়িতে তল্লাসী করে।

এদিকে নুরুল আমিন চেয়ারম্যানকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবেবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আবুল হাসেম বক্বর, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এম এ হালিম, সাবেক চাকসু ভিপি নাজিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি ইসহাক কাদের চৌধুরী,সাবেক যুগ্ম সম্পাদক ও মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মিরসরাই উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী সালাহ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, উত্তর জেলা কৃষদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লতিফী,

মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম, যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল ইসলাম মিয়াজী, সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, যুগ্ম আহবায়ক কমিশনার নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক ফকির আহম্মসদ, সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবছার চেয়ারম্যান, আজিজুর রহমান চৌধুরী মঞ্জুরুল হক বাহার, অবদুর রহিম বাবলু, উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও সভাপতি নুরনবী করিম বাবলু, প্রধান উপদেষ্টা শেখ খুরশিদ আলম, বিএনপি নেতা আবুল হাসেম, রফিক চেয়ারম্যান, মুছা চেয়ারম্যান, কালাম চেয়ারম্যান, ছানা উল্লাহ মেম্বার, জাহাঙ্গীর আলম, নাজমুল হক সোহাগ, ছাত্রদল নেতা শাহ মোঃ ফোরকান উদ্দিন প্রমুখ।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ বলেন, বিএনপি নেতা নুরুল আমিনের বিরুদ্ধে নাশকতার ৮টি মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*