মিরসরাই কলেজে পাঁচ দিন ব্যাপী স্কাউট জেলা মেট কোর্স সম্পন্ন


নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম জেলা রোভারের উদ্যোগে জেলা মেট কোর্স মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজে সম্পন্ন হয়েছে। মেট কোর্স শুরু হয় গত ১৮ আগস্ট, শেষ হয় গতকাল ২২ আগস্ট। পাঁচদিন ব্যাপী মেট কোর্সের উদ্বোধন করেন মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ডা. জামসেদ আলম।
২৭ ও ২৮ তম জেলা মেট কোর্সে চট্টগ্রাম জেলার ৫২টি কলেজ থেকে ১০৪ জন প্রশিক্ষণার্থী ও ১৬ জন প্রশিক্ষক অংশ গ্রহণ করেন।
২১ আগস্ট রাতে অনুষ্ঠিত হয় তাাঁবু জলসা। মশাল জ্বালিয়ে এতে অংশ নেয় স্কাউস সদস্যরা। তারা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। কোর্সের প্রশিক্ষক অধ্যাপক ওমর ফারুকের সঞ্চালনায় প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধ পরিবেশনা দর্শকদের বিমোহিত করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২৭ ও ২৮তম কোর্সের কোর্স লিডার মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. নুরুল আফছার, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন, চট্টগ্রাম জেলা রোভারের ভারপ্রাপ্ত কমিশনার অধ্যাপক বোরহান উদ্দিন, বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেইনার মোফাজ্জল আহমেদ ও রুহুল আমিন খান, চট্টগ্রাম জেলা রোভারের সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল মো. নাসির উদ্দিন।
পাঁচ দিন ব্যাপী কোর্সের বিভিন্ন সময় আরো উপস্থিত ছিলেন সমাজকর্মী মো. নুরুল হুদা, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আবু জাহেদ, চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি ৩ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহ আলম, মিরসরাই এসএম মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল হক, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর সহ কলেজ পরিচালনা পরিষদের বিভিন্ন সদস্য, কলেজের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*