মিরসরাই বিএনপির মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামীম ৮ ফেব্রুয়ারি রাজপথ দখলে রাখবে বিএনপি

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে এ ষড়যন্ত্রমূলক মামলায় ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণা করলে এদেশে আবারো গনঅভ্যুত্থান হবে। আওয়ামীলীগ পালানোর পথ খুঁজে পাবে না। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামানে রেখে ষড়যন্ত্র হচ্ছে। বেগম জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হলে এরপর যে আন্দোলন হবে, সেটা হবে সরকার পতনের আন্দোলন এবং কারো মুক্তির দাবি আমরা করবো না। সরকারের পতন করে এদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচনে যাব। এ সময় বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে ৮ ফেব্রুয়ারি রাজপথে থাকার আহবান জানান তিনি। বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারিকে ঘিরে মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে চলমান রাজনীতি প্রসঙ্গ হামলা মামলার প্রতিবাদে এবং করণীয় প্রসঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এসব কথা বলেছেন।


উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহ্ উদ্দিন সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল আউয়াল চৌধুরী, এডভোকেট অলিউল কবির ইকবাল, জাসাস উত্তর জেলা সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগয়ি সহ-সভাপতি সরওয়ার উদ্দিন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, মঞ্জুরুল হক বাহার,

জেলা কৃষক দলের সহ-সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ফকির আহম্মদ, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈনুদ্দিন লিটন, ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উত্তর জেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক লায়ন মঈন উদ্দিন মনি, বিএনপি নেতা নাসির উদ্দিন, আবুল কালাম আজাদ, আইনুল কবির, নুর হোসেন, আব্দুর রহিম, আনোয়ার হোসেন, সিরাজুল হক, বদরুদৌজা, শেখ জসীম, ফজলুল হক, আলা উদ্দিন, এডভোকেট সাখাওয়াত হোসেন মানিক, আব্দুল ওদুদ, ইব্রাহিম হক সাব, বেলায়েত হোসেন, নুর মোহাম্মদ, মহি উদ্দিন, নুরুল আলম, মিয়া সওদাগর, ছানা উল্লাহ মেম্বার প্রমুখ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*