মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যে মিরসরাই লতিফীয়া মাদরাসার শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

 

নিজস্ব প্রতিনিধি
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গনমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মিরসরাই লাতফীয়া কামিল মাদ্রাসার (এম.এ) প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১টায় মিরসরাই লাতফীয়া কামিল মাদ্রাসার গেটে প্রাক্তন ছাত্র তছলিম উদ্দিনের সঞ্চালনায় ও হাফেজ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে প্রধান বক্তার বক্তব্য মাদরাসা পরিচালনা কমিটির অভিবাবক সদস্য রেজাউল করিম সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গনি। প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, ইমরুল কায়েস, জাকারিয়া , মনজু , নুর উদ্দিন , নজরুল ইসলাম ,সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, রাসূল (সাঃ) ও তাঁর পরিবার নিয়ে ভারতের বিজেপির মুখপত্র যে অবমাননাকর মন্তব্য করেছে তার জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কোন প্রকার অবমাননাকর মন্তব্যে মেনে নেওয়া হবে না তাদের শাস্তির দাবী ও ভারতের সকল পণ্য বর্জনের দাবি জানান বক্তারা।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*