শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর

টাইমস প্রতিনিধি..
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শান্তিনীড়ের শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর (সোমবার) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এতে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১৫০ টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০০ ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করবে।

শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল জানান, দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরে শান্তিনীড় সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে কচিকাঁচা শিক্ষার্থীদের মেধার বিকাশে শিক্ষোন্নয়ন বৃত্তির আয়োজন করে আসছে। আগামী ১৯ ডিসেম্বর সোমবার ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করবে। মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, ১৭ ডিসেম্বর পরীক্ষার সময়সূচী থাকলেও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীার কারণে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা বৃত্তি পরীক্ষার সূচী পরিবর্তন করে আগামী ১৯ ডিসেম্বর সোমবার পুন:নির্ধারণ করেছি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*