শাহাদাৎ চৌধুরীর কাব্য গ্রন্থ ‘বিবর্ণ’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত


মুহাম্মদ ফিরোজ মাহমুদ

সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী’র কাব্যগ্রন্থ ‘বিবর্ণ’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ ফেব্রুয়ারী বিকেলে শিল্প সাহিত্য বিষয়ক সংগঠন প্রতীতির উদ্যোগে চলমান মিরসরাই কার্যালয়ে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি কাইয়ুম নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, নিজামপুর কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী। বক্তব্য দেন বিশিষ্ট নাট্যকার মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম, কবি মাহমুদ নজরুল, মাষ্টার হোছাইন সবুজ, মাষ্টার দিদারুল আলম, সাংস্কৃতিক সংগঠক নুর নবী, সাংবাদিক এম মাঈন উদ্দিন, রনজিত ধর, প্রতীতির সাধারণ সম্পাদক হাসান সাইফুদ্দিন, সাংবাদিক রাজীব মজুমদার, আনোয়ারুল হক নিজামী, মোহাম্মদ ইউসুফ প্রমুখ। বিবর্ণ কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন ফাহমিদা ফামি। সংগীত পরিবেশণ করেন জারিন তাসনিম সৃজিলা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি কবিতার মধ্য দিয়ে সমাজের নানা দিক ফুটে উঠে। সমাজ বিনির্মানে কবিতার ভূমিকা অপরিসীম। সৃজনশীল প্রজন্ম গঠন করতে হলে তরুন সমাজকে সংস্কৃতির দিকে মনোনিবেশ করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ‘বিবর্ণ’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন করেন। কবিতা পাঠ উদ্বোধন করেন গ্রন্থের লেখক শাহাদাৎ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিউটিশিয়ান রাশেদা আক্তার, বর্তমান মিরসরাই’র সম্পাদক নুর উদ্দিন বাহার, সাংবাদিক ইলিয়াছ রিপন, সৈয়দ আজমল হোসেন, ফিরোজ মাহমুদ, তৌহিদুল ইসলাম, সানোয়ারুল ইসলাম রনি, ইউনুছ মিয়া সায়েম, সাফায়েত মেহেদী, অভি নাথ, সাংস্কৃতিক কর্মী রায়হান চৌধুরী, আবু বক্কর রিশাত প্রমুখ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*