স্বপ্নতরী একাত্তরের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন


নিজস্ব প্রতিনিধি :::

মিরসরাইয়ে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১’র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং, থ্যালাসেমিয়া প্রতিরোধ ও রক্তদানে সচেতনতামূলক ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সেবা আধুনিক হাসপাতালের সহযোগিতায় উপজেলা সদরের তিনটি বুথে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ের সামনে, কোর্ট রোড় এবং মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে ৪৩৫ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এছাড়া থ্যালাসেমিয়া প্রতিরোধে করণীয় ও রক্তদানে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

ওইদিন স্বপ্নতরী-৭১ প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠনের উদ্বোধন করেন সেবা আধুনিক হাসপাতালের পরিচালক আবদুল রহমান ঈশান।

সংগঠনের সভাপতি ওমর ফারুক সাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই থানার এসআই মাকসুদ, মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহি উদ্দিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোসাইন সবুজ, শান্তিনীড় সভাপিত ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*