হতদরিদ্র ৩ রোগীকে দেড় লক্ষ টাকা অনুদান দিল মিরসরাই সমিতি কুয়েত


নিজস্ব প্রতিনিধি
কুয়েতে বসবাসরত মিরসরাইয়ের বাসিন্দাদের সংগঠন মিরসরাই সমিতি কুয়েতের উদ্যোগে মিরসরাইয়ের ৩ হতদরিদ্র রোগীকে দেড় লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বুধবার (৩ জুলাই) মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে আর্থিক অনুদান হতদরিদ্র ৩ রোগী ও তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।
আর্থিক অনুদানপ্রাপ্ত রোগীরা হলো খাদ্যনালীতে ক্যান্সার আক্রান্ত ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ গ্রামের সিরাজ মিয়ার বাড়ীর মৃত ইদ্রিছের পুত্র পঞ্চাশোর্ধ সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল খেলার সময় ডান পা ভেঙ্গে গুরুতর আহত ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর দারোগারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র ইব্রাহীম, স্কুল থেকে বাড়ী ফেরার সময় বেপরোয়া ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের চুনিমিঝিরটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী নাসরিন সুলতানা ইমা।


প্রতি রোগীকে অর্ধ লক্ষ টাকা করে ৩ রোগীকে দেড় লক্ষ টাকার অনুদান তুলে দেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, কাটাছরা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুময়ুনসহ মিরসরাই সমিতি কুয়েতের সহ-সভাপতি সাইফ উদ্দিন, শাহাদাত হোসেন মামুন, সহ-সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সদস্য রাকিবুল হাসান।
পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান গ্রহণ করেন খাদ্যনালীতে ক্যান্সার আক্রান্ত সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল খেলার সময় ডান পা ভেঙ্গে গুরুতর আহত ইব্রাহীমের দাদী নুর বানু, স্কুল থেকে বাড়ী ফেরার সময় বেপরোয়া ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত নাসরিন সুলতানা ইমার বাবা আজাদ।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের শাহীনুল কাদের চৌধুরী, মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, ইছাখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সাহাব উদ্দিন প্রমুখ।
মিরসরাই সমিতি কুয়েতের সভাপতি রহিম উদ্দিন ভূঁইয়া জানান, আমাদের সমিতির সূচনালগ্ন থেকে লক্ষ্য ও উদ্দেশ্য হলো মিরসরাইয়ের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। সেই ধারাবাহিকতায় ৩ রোগীকে দেড় লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে সমিতির পক্ষ থেকে। আমাদের এই কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*