হিউম্যান কিলার আর লরীর অপারেটর

আজ এক দুঃস্বপ্ন দেখেছি স্যার
দেখেছি,আপনি নেই আর।

হিউম্যান কিলার আর
লরীর অপারেটর

আপনার পবিত্র আত্মা লুটে নিয়েছে
নয়দুয়ারির কাছে।

এমন ভাবনায় শুরু হয় আজকের প্রত্যুষ-
পরক্ষনে পড়ে মনে ফিরে আসে হুঁশ।

আরে,কালই তো বিদায় নিলেন স্যার!
হাজারো অশ্রু ফোটা আর-
গগণবিদারী কান্নার আওয়াজে
যে শোক আজও কানে বাজে।

জানেন স্যার?
আপনি নাকি আসবেন না আর
তাই কাঁদছে কন্যা,পুত্র মা বাপ
কাঁদছে পুরো আবুতোরাব

কাঁদছে আপনার সহকর্মী সহমর্মীগণ
কাঁদছে সাজানো সংসার,বন্ধু স্বজন।

আপনার সোনার ছেলেগুলি
হারিয়ে মুখের বুলি
নির্বাক বিষ্পারিত চোখে
আকুতি করে আবার চায় আপনাকে।

আসবেন স্যার?
আসুন না আবার
প্রিয় সন্তানদের মাথায় হাত বুলাতে
আদর্শ মানুষের ভীত গড়ে দিতে?

না হয় ওরা বখে যাবে স্যার-
আপনি ছাড়া কে আছে আর
ওদের মানুষ করার।

আপনার সাজানো কলেজ গতকাল দিনশেষে
চীরতরে এতিম হয়ে গেছে।
যেন টেবিল চেয়ারও যায় না বাদ
মাতমে করছে আতর্নাদ

জানেন স্যার?
গতকাল রোল পড়েছিল কান্নার।
সবচে গুমরে কেঁদেছে এক অভাগি কন্যা
যে মর্ষিয়া কখনো শেষ হবে না।

আপনার হাত ধরে
দীর্ঘ আঠারো বছরে
গড়েছিল যে কলেজের সাফল্যের ভীত
আমরা ভীত শংকিত যদি হয় বিপরীত?

আপনি আসবেন স্যার
অডিটে বারবার
তাঁদের দেখিয়ে দেবেন
কড়া কথায় চড়াভাবে হিসাব নেবেন।

আসবেন না স্যার?
কারন জানতে কান্নার?
সান্ত্বনা দেবেন না শিক্ষার্থীদের-
বলবেন না? পড়ার ক্ষতি হবে তোমাদের?

জানেন স্যার?
প্রথমে বাবার তারপর আপনার
চূড়ান্ত গোসলে আমিও ছিলাম
‘টুওয়ানটু’ দিয়েছিলেন যার নাম?

জানি আজ থেকে আপনি অঘোর ঘুমে
বহু নির্ঘূম রাতের পাওনা আছে জমে।

হয়তো সে দায়
মেটানোর তাড়নায়

মহান রব
করেছে তলব

দোয়া করি,এতগুলো এতিমের চাওয়ায়
শহিদি মরন যেন জুটে যায়।

দয়াময় রবের কাছে প্রার্থনা-
জান্নাতুল ফেরদৌস হোক
স্যারের ঠিকানা।

(লিখেছেন হিতকরীর নির্বাহী সদস্য মুহাম্মদ শহিদুল ইসলাম রয়েল)

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*