১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রীতি সম্মিলনে বক্তারা- ‘পেশাদারিত্ব বজায় রেখে চলমানের অগ্রযাত্রা অব্যাহত থাকুক’


নিজস্ব প্রতিনিধি
উত্তর চটগ্রামে গত ১৫ বছর ধরে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে প্রকাশিত হচ্ছে চলমান মিরসরাই। মফস্বল এলাকা থেকে নীতি নৈতিকতা বজায় রেখে একটি পত্রিকা নিরবিচ্ছিন্ন ভাবে প্রকাশ হওয়ার ঘটনা প্রসংশনীয়। আগামীর দিনগুলোতে চলমান মিরসরাই আরো তথ্যবহুল সংবাদ প্রচার করে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা পালন করবে।
চলমান মিরসরাইয়ের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মিলন অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন। শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেল চলমান কার্যালয়ে প্রীতি সম্মিলনে রাজনৈতিক, জনপ্রতিনিধি, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক, কলামিষ্ট, শিক্ষক, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আরে বলেন, গত ১৫ বছরে চলমান মিরসরাই থেকে উঠে এসেছে অনেক সাংবাদিক। যারা বর্তমানে সততার সাথে বিভিন্ন জায়গায় তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে। এই ধারা অব্যাহত থাকলে সাংবাদিকতার উৎকর্ষতার পাশাপাশি জনপদের মানুষদের কল্যানে ভূমিকা রাখবে চলমান মিরসরাই।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী। পত্রিকার সম্পাদক শাহদাৎ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, বিশিষ্ট চিকিৎসক, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. জামশেদ আলম, মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন মিঠু, কবি মাহমুদ নজরুল, ম্যাক্স হাসপাতালের কর্মকর্তা নুরুল ইসলাম ইরান, কবি ও সাহিত্যিক সাইফুদ্দীন মীর শাহীন, চলমানের নির্বাহী সম্পাদক এম মাঈন উদ্দিন, সাংবাদিক আশরাফ উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, আজমল হোসাইন, মুহাম্মদ ফিরোজ মাহমুদ, দুর্বার প্রগতি সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল।


এসময় উপস্থিত ছিলেন মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, বিশিষ্ট লেখক মাওলানা নুরুল আলম তৌহিদী, মিরসরাই বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবছার সেলিম, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া, মিরসরাই উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মোঃ নুরন্নবী, শিক্ষক হোসাইন সবুজ, আওয়ামীলীগ নেতা মেজবাউল আলম, নিজামপুর কলেজের কর্মকর্তা গিয়াস উদ্দিন, কন্ঠশিল্পী মহিবুল আলম আরিফ, সাংবাদিক আব্দুল হান্নান, আজিজ আজহার, সাদমান রহমান সময়, শাফায়েত মেহেদী, সিহাব উদ্দিন শিবলু, শরীফুল ইসলাম।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*