মিরসরাই এডুকেশন সোসাইটির পক্ষ থেকে আর্থিক সহায়তা পেলো ১১০ শিক্ষার্থী


নিজস্ব প্রতিনিধি
মিরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রাম এর অভিষেক অনুষ্ঠান ও অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম মিরসরাইয়ে সংগঠনটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে কুরআনের হাফেজদের অংশগ্রহণে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।


সংগঠনটির সভাপতি মীর্জা জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রকৌশলী ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য (ভিসি) প্রফেসর ডা. ইসমাইল খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নিপু, উপজেলা চেয়ারম্যান মো. জসীম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিক উদ্দিন, মিরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, মিরসরাই এডুকেশন সোসাইটির উপদেষ্টা এসএম আবু সুফিয়ান, কামরুল ইসলাম চৌধুরী, কামরুল হাসান সিদ্দিকী, কামরুল হাসান এফসিএ, দাতা সদস্য নুরুন্নবী ভূঁইয়া, সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবদুল হক নিজামী, মিরসরাই এডুকেশন সোসাইটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোজাহের হোসেন চৌধুরী সোহেল, প্রজন্ম মিরসরাইয়ের নির্বাহী পরিচালক ইউনূচ নূরী, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল প্রমুখ।


সবশেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের নগদ ৩ হাজার টাকা অর্থ ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী সেরা ৫জন সহ মোট ১০ জনকে পুরষ্কৃত করা হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*