মিরসরাইয়ে অগ্নিদগ্ধ হয়ে ৩জন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের


নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ে লরি ও মাইক্রো বাসের ঘর্ষণে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রী চালকসহ তিনজন পুড়ে নিহত হওয়ার ঘটনায় মিরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত লরি চালককে আসামী করে মামলাটি দায়ের করেন মিরসরাই থানার এএসআই জসীম উদ্দিন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসে আগুন ধরে নিহতের ঘটনায় অজ্ঞাত লরি চালককে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো লরি ও চালককে সনাক্ত করা যায়নি।

প্রসঙ্গত, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন ধরে আব্দুর রহমান (৬৫) ও তাঁর স্ত্রী বিবি কুলছুম (৫৫) এবং মাইক্রো বাসের চালক মাহবুব আলম (৩০) মারা গেছে। এ ঘটনায় দগ্ধ দুই শিশু আব্দুল মালেক রনি (১২) ও রাসেল (০৯)। সম্পর্কে তারা নিহত আব্দুর রহমানের নাতি হয়। এছাড়া ওই দূর্ঘটনায় আহত হন তার ছেলে আবুল কালাম ও ছেলের শ্যালক আবুল হাসান।

এম মাঈন উদ্দিন, মিরসরাই চট্টগ্রাম ০১৮১৫৫০০৭০৫।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*