কালো মার্কারে ঢাকা এক্সপায়ার ডেট, অল্পে রেহাই পেল দেড় বছরের শিশু

২০১৬ সালের অক্টোবরে উৎপাদিত ওষুধটির এক্সপায়ার ডেট (মেয়াদোত্তীর্ণের তারিখ) ২০১৮ সালের সেপ্টেম্বর। কিন্তু সেটি বিক্রি হচ্ছিল ২০১৯ সালের ২০ এপ্রিল, গতকালও। সাত মাস আগের মেয়াদোত্তীর্ণ ওষুধটি বিক্রি হচ্ছিল চট্টগ্রামের চাক্তাই এলাকার হক মেডিকোতে। কৌশল হিসেবে মার্কারের কালো রং দিয়ে ওষুধটির গায়ে থাকা এক্সপায়ার ডেট ঢেকে দেওয়া হয়। সানোফি বাংলাদেশ লিমিটেড উৎপাদিত ৭০ টাকা দামের এই ‘টেলফাস্ট’ সিরাপটি সর্দি-কাশি ছাড়াও অ্যালার্জিজনিত অসুস্থতা নিরাময়ে ব্যবহৃত হয়। চরম স্বাস্থ্যঝুঁকি ও আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এভাবে নিষ্ঠুর বাণিজ্য করছে কিছু মুনাফালোভী ফার্মেসি ব্যবসায়ী।

ঘটনার বিবরণ দিতে গিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত গোলাম মোস্তফা ইকবাল বলেন, ‘ শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় আমার দেড় বছরের বাচ্চার সর্দির জন্য টেলফাস্ট সিরাপ আনতে আমার বাসার সাহায্যকারী ছেলেটিকে এলাকার ফার্মেসিতে পাঠাই। বাসার ছেলেটি ওষুধটি এনে আমার হাতে দিলে দেখি ওষুধের এক্সপায়ার ডেট (মেয়াদোত্তীর্ণের তারিখ) মার্কারের কালো রং দিয়ে ঢাকা। আমি সঙ্গে সঙ্গে ওষুধটি নিয়ে ফার্মেসিতে গেলাম।’

মোস্তফা ইকবাল বলেন, ‘সঙ্গে বডি স্প্রের একটি বোতল নিয়ে গেলাম। কারণ বডি স্প্রে দিয়ে মার্কারের কালো দাগ তোলা যায়। এরপর পুরো ঘটনাই আমি মোবাইলে ভিডিও করি।’

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*