ছিনতাকারীর কবলে ইষ্টর্ণ ব্যাংক ম্যানেজার আহত অবস্থায় উদ্ধার


নিজস্ব প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীর কবলে পড়েছে ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) মিরসরাই উপশাখার ব্যবস্থাপক জামাল উদ্দিন (৩৮)। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার সময় মিরসরাই সদর থেকে হাইস গাড়ি যোগে ফেনী শহরে যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

জামাল উদ্দিনের আত্মীয় সৈয়দ আলিম উদ্দিন বলেন, রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্যাংকিং কার্যক্রম শেষ করে মিরসরাই সদর থেকে ফেনী শহরে বাসায় যাওয়ার উদ্দ্যেশ্যে একটি হাইস গাড়িতে উঠেন জামাল উদ্দিন। পথিমধ্যে গাড়ির ভেতর যাত্রীবেসে থাকা ছিনতাইকারী দল অস্ত্রের মুখে জিম্মী করে নগদ টাকা, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত বিকাশ একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে নিয়েছে। এসময় তাকে প্রচন্ড মারধর করে। শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। বিশেষ করে চোখের অবস্থা বেশি খারাফ। তাই দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এই বিষয়ে মিরসরাই থানার অফিসার (অপারেশন) দিনেশ দাশগুপ্ত বলেন, গাড়িতে মিরসরাই এলাকা থেকে উঠলেও ছিনতাই কোন এলাকায় হয়েছে তা বলা মুশকিল। তারপরও এই বিষয়ে থানায় কোন অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করবো।

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন গাড়িতে যাত্রীবেশে প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*