দুর্বার সিনিয়র ডিপিএল চতুর্থ আসরের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক

মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত দুর্বার প্রিমিয়ার লীগ ফুটবল-২০১৭ সিনিয়র গ্রæপের ৪র্থ আসরের উদ্বোধন ২৬ অক্টোবর মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণিল আয়োজনে সম্পন্ন হয়। সমগ্র মিরসরাইয়ে সাড়া জাগানো এই ডিপিএল এর শুভ উদ্বোধন করেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মশিয়ার রহমান।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা মিশকাতের রহমানের সঞ্চালনায় হাসান মো. সাইফ উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল আবছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা, শিক্ষানুরাগী তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, ইউপি সদস্য হারেছ আহমদ, হুমায়ুন কবির, গিয়াস উদ্দিন, প্রবাসী শামসুল হুদা, ব্যবসায়ী শাহ আলম, রিয়াজ উদ্দীন, নাজমুল হক হেলাল, সংগঠনের উদ্যোক্তা সৈয়দ আহমদ, ব্যবসায়ী নুর উদ্দিন সেলিম, ব্যবসায়ী ছানা উল্ল্যাহ নিজামী, সাংবাদিক এম মাঈন উদ্দীন, সাবেক ছাত্রনেতা ফরহাদ উদ্দিন, ব্যবসায়ী মেজবা উল আলম বাবুল, সাংবাদিক এম আনোয়ার হোসেন, প্রজন্ম মিরসরাইয়ের সভাপতি রাজীব চন্দ্র দাশ, জনতার রক্তের সেবায় আমরা’র সভাপতি রাসেল খাঁন, সাংবাদিক বাবুল দে প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে মেহেদী হাসান জিকুর মালিকানাধীন লায়ন হার্টেড দুই-এক গোলে বেলাল হোসেনের মালিকানাধীন পাস্তোরাল চ্যালেঞ্জার্সকে পরাজিত করে। এ ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন লায়ন হার্টেডের খেলোয়াড় সুমন। খেলা পরিচালনা করেন মহিবুল হাসান সজীব, আহাদ উদ্দীন ও মো. রবিন।

উল্লেখ্য যে, এবছরের ডিপিএল সিনিয়র গ্রæপের আট দল ও জুনিয়ার গ্রæপে ৪ টি দল অংশগ্রহণ করেছে। খেলছে নিবন্ধিত ২০০ খেলোয়াড়। ২৮ অক্টোবর জুনিয়র ডিপিএল এর শুভ উদ্বোধন করবেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, পটিয়া বিভাগ, চট্টগ্রামের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী। সে ম্যাচে জয়ের জন্য লড়বেন আলী হায়দার চৌধুরীর মালিকানাধীন ক্যাসেল ইউনাইটেড ও তরিকুর রহমান বাবুর মালিকানাধীন আটির্সান ফাইটার্স।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*