এ যেন এক টুকরো বাংলাদেশ

নিউজ ডেস্ক

এবারের এশিয়া কাপের ভেন্যু ঘোষণার পর থেকেই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি হয়। ঘরের মাঠে প্রিয় দলের খেলা দেখার সুযোগবঞ্চিত প্রবাসীরা তাই যেন কোমর বেঁধেই নেমে পড়েন টিকিট সংগ্রহে। একদিকে অনলাইন, অফলাইনে টিকিট সংগ্রহ, অন্যদিকে লাল-সবুজের পতাকা, বাংলাদেশের জার্সি আর প্ল্যাকার্ড তৈরিতে ব্যস্ত সময় কাটে তাদের।

শনিবার ছিল সরকারি ছুটির দিন। দুবাইয়ের স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টায় ম্যাচ শুরুর কথা থাকলেও সকাল ১১টা থেকে দর্শক আসতে শুরু করেন স্টেডিয়ামে। কেউ একা, কেউ বা দল বেঁধে আসে, ধীরে ধীরে ভরে উঠতে শুরু করে গ্যালারি।

এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে দুবাইতে বসবাসরত মিরসরাইয়ের প্রবাসীদের মধ্যে খেলা দেখার প্রবল আগ্রহ লক্ষ্য করা গেছে। মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি ফখরুল ইসলাম খাঁন সিআইপি খেলা মাঠে বসে প্রিয় দলের খেলা উভভোগ করতে সংগঠনের সবার জন্য টিকেটের ব্যবস্থা করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোরশেদ আজম ও যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম খোকনের নেতৃত্বে একদল ক্রীড়মোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা দেখেন এবং প্রিয় লাল সবুজের দলকে সমর্থন দিয়ে গেছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মোরশেদ আজম ও যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম খোকন বলেন, এখানে আমার দেশের খেলা, না দেখে থাকতে পারি? আমাদের সভাপতি সবার জন্য টিকেটে ব্যবস্থা করেছেন সেজন্য ওনাকে ধন্যবাদ জানচ্ছি। খেলা দেখে সার্থক হয়েছে, প্রিয় দল শ্রীলংকাকে বিশাল ব্যবধানে হারিয়েছে। বাংলাদেশের আগামী ম্যাচগুলোও দেখবো এবং দলকে সমর্থন দিয়ে যাবো। আশা করছি এবারের এশিয়া কাপে বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ।

দুবাইয়ে এটিই বাংলাদেশের প্রথম ম্যাচ। ম্যাচ ঘিরে তাই বাড়তি আকর্ষণ ছিলই। দুপুরের পর লাল-সবুজের পতাকা হাতে বাংলাদেশের জার্সি পরিহিত হাজার হাজার দর্শক কঠোর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্রবেশ করেন গ্যালারিতে। ‘টাইগার, টাইগার, বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানে ভারি হতে থাকে মরুর বাতাস।

টস জিতে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামার পর থেকে বাংলাদেশি সাপোর্টারে স্টেডিয়ামের প্রায় সবক’টি গ্যালারি ভরে যায়। গ্যালারির প্রায় ৮০ ভাগ দর্শকই ছিলেন বাংলাদেশি। মাঝে মাঝে শ্রীলংকান সাপোর্টারদেরও নজরে পড়েছে। তবে তা সংখ্যায় খুবই কম।

বাতাসের উষ্ণ ছোঁয়ায় পতপত করে উড়তে থাকা বাংলাদেশের পতাকা আর লাল-সবুজের জার্সিতে সজ্জিত প্রবাসীদের মিলনস্থল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেন পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে। প্রিয় দল, প্রিয় ক্রিকেটারদের সরাসরি দেখতে পেয়ে তাদের চোখেমুখে আনন্দ খেলা করে। গরমের তীব্রতা অনেক হলেও তাদের কাছে মিরপুর বা চট্টগ্রামের মতোই উপভোগ্য হয়ে ওঠে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচ।

প্রথম দিকের রানখরা কাটিয়ে প্রত্যাশা পূরণের দ্বারপ্রান্তে এনে দেওয়া মুশফিকুর রহিমের শতক দর্শকদের মনের জোর বাড়ায়, চোট নিয়েই ব্যাট করতে নেমে পড়া তামিমের জন্য তাদের উল্লাস ছিল দেখার মতো।

#সূত্র সমকাল

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*