প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

 

আজমল হোসেন…

মিরসরাইয়ে আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ জুলাই) কলেজের অডিটোরিয়ামে ৩৫০জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবচার উদ্দিনের সভাপতিত্বে ও মার্কেটিং বিভাগের প্রভাষক শেখ ফরিদের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্লিপটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন, মিরসরাই এসোসিয়েশনের সভাপতি লায়ন তাহের আহমেদ।

 

 

প্রধান অতিথি প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী তার বক্তব্যে বলেন, মিরসরাই অঞ্চলের প্রত্যন্ত একটি জনপদ আবুতোরাব। এ প্রত্যন্ত অঞ্চলে দারিদ্রতার বাঁধ ভেঙে যেসব অভিবাবক তাদের ছেলেমেয়েদের পড়াশোনা করাচ্ছে তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে যে কোন সময় আপনারা ছাত্রছাত্রীদের কল্যাণে যে কোন সুযোগ সুবিদা পাবেন। তিনি ছাত্রছাত্রীদের কোন প্রকার রাজনীতিতে না জড়িয়ে পড়াশোনায় মনোনিবেশ করার পাশাপাশি বিভিন্ন প্রকার মাদকদ্রব্য থেকে দূরে থাকার আহবান জানান।

 

 

 

বিশেষ অতিথি বক্তব্যে লায়ন তাহের আহমেদ বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বই বিতরণ করা হবে। এছাড়া মিরসরাই এসোসিয়েশনের পক্ষ থেকে কলেজের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভাপতির বক্তব্যে কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবচার উদ্দিন বলেন, ছাত্রজীবন হচ্ছে শিক্ষার্থীদের জীবনের সোনালী সময়। সময়কে নষ্ট না করে পড়াশোনায় মনোনিবেশ করতে বলে তিনি কলেজের আইনশৃঙ্খলা ও নীতিমালা সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করেন। তিনি বলেন, প্রতিবছরই মেধা ও দারিদ্রতার ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করে থাকি। এবছর আমরা ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে মোট ২৭৫ সেট বই বিতরন করছি। এছাড়া মেধাবী শিক্ষার্থীদর জন্য উপবৃত্তি সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে।

 

 

 


এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পরিষদ সদস্য গিয়াস উদ্দিন, অভিবাবক সদস্য আশরাফ উদ্দিন, সহকারী অধ্যাপক শামশুন নাহার, শ্যামল কান্তি বড়ুয়া, শাহাব উদ্দিন, গণিত বিভাগের প্রভাষক কামাল উদ্দিন, প্রভাষক মেহেরুন নাহার, জাহান আরা নাজনীন, শিমুল কান্তি ভৌমিক, ইউসুফ মিয়া, রিয়াজ উদ্দিন, আল মাহমুদ শাকিল, সরোয়ার আলম, আরিফ উদ্দিন, ওমর ফারুক, হামিদা আবেদীন পলি প্রমুখ।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*